ফোন আর DSLR-এর পার্থক্য বুঝতে পারবেন না! অসামান্য ক্যামেরা নিয়ে আগামীকাল লঞ্চ হচ্ছে Vivo V30e 5G

ভিভো ফেব্রুয়ারির শুরুতে তাদের ক্যামেরা-ফোকাসড V30 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করেছিল। এই লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড Vivo V30 এবং Vivo V30 Pro মডেল দুটি বাজারে আসার…

ভিভো ফেব্রুয়ারির শুরুতে তাদের ক্যামেরা-ফোকাসড V30 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করেছিল। এই লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড Vivo V30 এবং Vivo V30 Pro মডেল দুটি বাজারে আসার পর যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। তবে ব্র্যান্ডটি এখন এই সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হিসেবে Vivo V30e 5G মডেলেটিকে বাজারে আনার পরিকল্পনা করছে। এটি লাইনআপের বেস মডেল হওয়া সত্ত্বেও, ক্যামেরার দক্ষতার ক্ষেত্রে কোনও আপোষ করবে না বলেই দাবি করা হচ্ছে। V30 এবং V30 Pro 5G পেশাদার পোর্ট্রেট ক্যামেরার সাথে এসেছে। এমনকি প্রো মডেলের ক্যামেরা বিখ্যাত ক্যামেরা লেন্স প্রস্তুতকারক, জেইস (ZEISS) এর সাথে কো-ইঞ্জিনিয়ার করেছে ভিভো। আসন্ন Vivo V30e 5G হ্যান্ডসেটটিও উদ্ভাবনী ক্যামেরা মডিউল এবং উল্লেখযোগ্য আপগ্রেড সহ অনুরূপ বৈশিষ্ট্য অফার করবে বলে শোনা যাচ্ছে। আসুন তাহলে আপকামিং V30 সিরিজের ফোনটির ক্যামেরার বিশেষ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. সর্বক্ষণ দুর্দান্ত আলোর জন্য স্টুডিও কোয়ালিটির Aura Light

ভিভো ভি৩০ই ৫জি-এর সাথে, কম আলো বা অনুপযুক্ত আলো নিয়ে আর উদ্বেগ করতে হবে না ব্যবহারকারীদের। এই ডিভাইসে একই স্টুডিও কোয়ালিটির অরা লাইট মডিউলটি থাকবে, যা সিরিজের অন্যান্য মডেলগুলিতেও বিদ্যমান। এই ফ্ল্যাশ মডিউলটি প্রচলিত এলইডি ফ্ল্যাশ থেকে আলাদা, কারণ এটি গ্লেয়ার এবং হোয়াইটওয়াশ এফেক্ট সৃষ্টিকারী কঠোর সাদা আলোর পরিবর্তে প্রাকৃতিক আলো প্রদান করে।

অরা লাইটটি প্রায় ৫০x নরম আলো এবং নিয়মিত ফ্ল্যাশের তুলনায় অনেক বেশি লাইট আউটপুট প্রদান করবে বলে দাবি করা হচ্ছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য হল, লাইট মডিউলটি বুদ্ধিমত্তার সাথে সাবজেক্ট এবং ক্যামেরার মধ্যে দূরত্ব বুঝতে পারে, যাতে সাবজেক্টকে স্বাভাবিকভাবে আলোকিত করার জন্য সঠিক পরিমাণে আলো প্রজেক্ট করা যায়। দিন হোক বা রাত, ভিভো ভি৩০ই ৫জি দারুণ ডিটেইলস এবং স্পষ্টতার সাথে ছবি ক্যাপচার করতে পারে।

২. ডেডিকেটেড Sony সেন্সর সহ পেশাদার স্তরের পোর্ট্রেট শট

সঠিক পরিসংখ্যান না জানা গেলেও, এটা বলা হয় যে দশের মধ্যে অন্তত ৮ জন স্মার্টফোন ব্যবহারকারী তাদের বন্ধু এবং পরিবারের ছবি বেশি তুলে থাকে। এই ধরনের ইমেজের ফলাফলগুলিকে আরও আকর্ষণীয় করতে, Vivo V30e 5G শক্তিশালী পোর্ট্রেট ক্ষমতা প্রদান করবে বলে টিজ করা হয়েছে। স্মার্টফোনটি ব্যবহার করে পেশাদার-স্তরের পোর্ট্রেট শট নেওয়ার জন্য একটি ডেডিকেটেড সনি ক্যামেরা সেন্সর সহ স্মার্টফোনটি আসবে বলে আশা করা হচ্ছে।

আরো বিস্তৃত ডেপ্থ অফ ফিল্ড এবং সঠিক কালার রিপ্রোডাকশনের সাথে, Vivo V30e 5G ব্যাকগ্রাউন্ড থেকে পরিষ্কার এবং নান্দনিক বিষয় বিচ্ছিন্ন করে সূক্ষ্ম ডিটেলস যুক্ত পোর্ট্রেট ছবি তুলতে সক্ষম। যদি কারোর ল্যান্ডস্কেপ ছবির চেয়ে বেশি পোর্ট্রেট ক্লিক করার প্রবণতা থাকে, তাহলে Vivo V30e 5G এমন গুণমানের ছবি পরিবেশন করতে সক্ষম যা ফিল্টারের বালাই না রেখে সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার যোগ্য হবে।

৩. 50 মেগাপিক্সেলের Eye AF সেলফি ক্যামেরা

স্মার্টফোন ব্যবহার করে পোর্ট্রেট, সেলফি, এবং বিশেষ করে একটি গ্রুপ সেলফি ক্লিক করার জন্য যথেষ্ট কৌশলের প্রয়োজন হয়। বেশিরভাগ সাশ্রয়ী মূল্যের মিড-রেঞ্জ হ্যান্ডসেটগুলি নিম্ন-রেজোলিউশনের ফ্রন্ট ক্যামেরাগুলির সাথে এসেছে, যা বেশিরভাগ ডিটেইলস বাদ দিয়ে ফেলে এবং মুখের বৈশিষ্ট্যগুলিকেও বিকৃত করে। সঠিক স্কিন টোন ক্যাপচার করাও একটি চ্যালেঞ্জ। তবে এক্ষেত্রে Vivo V30e 5G একটি ব্যতিক্রম, কারণ এটি শক্তিশালী ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে এসেছে।

৪. 4K ভিডিও রেকর্ডিংয়ের ক্ষমতা

Vivo V30e 5G ফোন সাথে থাকলে ব্যবহারকারীদের অস্পষ্ট বা ঝাপসা ভিডিও নিয়ে আর চিন্তা করতে হবে না। নতুন V30 সিরিজের স্মার্টফোনের ব্যবহারকারীরা ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা দিয়েই ৪কে (4K) ভিডিও রেকর্ড করতে পারবেন, যা এর প্রাইস সেগমেন্টে একেবারেই দেখা যায়না। সিনেমাটিক ভিডিওয়ের ক্ষেত্রেও Vivo V30e 5G ইউজারকে কখনই হতাশ করবে না।

উল্লেখ্য, ভিভো আগামী ২ মে ভারতে এবং বিশ্ব বাজারে Vivo V30e 5G লঞ্চ করবে। আকর্ষণীয় ডিজাইন থেকে শক্তিশালী ক্যামেরা, সবদিক থেকেই Vivo V30e 5G লোভনীয় হতে পারে। ভারতে এটি ২৫,০০০ হাজার টাকারও কম মূল্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।