Categories: Mobiles

50MP সেলফি ক্যামেরার সঙ্গে আসতে পারে Vivo-র নতুন ফোন, থাকবে বিভিন্ন 5G ব্যান্ড

Vivo V30 5G এবং Vivo V30 Pro 5G এই বছরের শুরুতে বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে। আবার সম্প্রতি ভিভো জানিয়েছে, ভারতে আগামী ২ মে তারা Vivo V30e ফোনটি উন্মোচন করবে। যদিও চীনা ব্র্যান্ডটি একদিকে তাদের V30 সিরিজ সম্প্রসারণে ব্যস্ত, তবে তারা V40 লাইনআপের ওপরও একইসাথে কাজ করছে বলে শোনা যাচ্ছে। এমনকি, গত মাসে ভিভো ইউরোপে Qualcomm Snapdragon 4 Gen 2 চালিত Vivo V40 SE 5G রিলিজ করেছে। এবার, কোম্পানির নজর Vivo V40 Lite মডেলটি দিকে। এখন ফোনটি ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) এবং জিসিএফ (GCF) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে।

Vivo V40 Lite হাজির একাধিক সার্টিফিকেশন সাইটে

V2341 মডেল নম্বর সহ ভিভো ভি৪০ লাইট ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। যা নিশ্চিত করেছে যে, ডিভাইসটি ব্লুটুথ ৫.১ সাপোর্ট করবে। অন্যদিকে, একই মডেল নম্বর সহ ভি৪০ লাইট গ্লোবাল সার্টিফিকেশন ফোরাম (GCF)-এর ডেটাবেসে দেখা গিয়েছিল। উল্লেখযোগ্যভাবে, ব্লুটুথ এসআইজি এবং জিসিএফ-এর লিস্টিংয়ে নামের শেষে “5G” কথাটি উল্লেখ করা হয়নি। তবে, জিসিএফ প্রকাশ করেছে যে, এটি n1 / n2 / n3 / n5 / n8 / n20 / n28 / n38 / n40 / n41 / n66 / n77 / n78 -এই 5G ব্যান্ড সাপোর্ট করবে৷

এছাড়া, Vivo V40 Lite-এর বাদবাকি স্পেসিফিকেশন আপাতত অজানাই রয়েছে। ব্লুটুথ এসআইজির ডেটাবেসে উপস্থিত মডেলগুলি সাধারণত প্রায় এক মাসের মধ্যে বাজারে আত্মপ্রকাশ করে থাকে। তাই, সম্ভবত মে বা জুনের শুরুতে ভিভো ভি৪০ লাইট বাজারে পা রাখতে পারে। বলাই বাহুল্য এটি গত বছর ডিসেম্বরে লঞ্চ হওয়া ভিভো ভি৩০ লাইট-এর উত্তরসূরি হবে।

জানিয়ে রাখি, পূর্বসূরি Vivo V30 Lite-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন রয়েছে যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ইন্টিগ্রেটেড। এতে Qualcomm Snapdragon 695 চিপসেট রয়েছে, যা ৮ জিবি / ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। ফোনটিতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) সফ্টওয়্যার ভার্সনে চলে।

ফটোগ্রাফির জন্য, Vivo V30 Lite-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা রয়েছে। আর ফোনের সামনে সেলফির জন্য ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

8 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

52 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago