13 লক্ষ পয়েন্ট স্কোর করে বেঞ্চমার্ক কাঁপাল Vivo X Fold 2, ফিচারও চমকানোর মতো

বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে যে ভিভো (Vivo) তাদের একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ করছে, যার নাম Vivo X Fold 2। বলাই বাহুল্য, এটি গত বছরের Vivo X Fold-এর উত্তরসূরি হিসেবে বাজারে পা রাখবে। আশা করা হচ্ছে যে ফোনটি চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ হবে। ইতিমধ্যেই Vivo X Fold 2-এর বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আর এখন, ফোনটি তার পারফরম্যান্স প্রদর্শন করে আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে।

প্রকাশ্যে এল Vivo X Fold 2-এর AnTuTu স্কোর

PD2266 মডেল নম্বর সহ ভিভো এক্স ফোল্ড ২ স্মার্টফোনটি আনটুটু বেঞ্চমার্ক ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা অনুসারে, ডিভাইসটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকবে। এছাড়াও তালিকাটি নিশ্চিত করেছে যে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩ (Origin OS 3) কাস্টম স্কিনে রান করবে।

জানিয়ে রাখি, ভিভো এক্স ফোল্ড ২ আনটুটু-তে অসাধারণভাবে পারফর্ম করেছে, সামগ্রিকভাবে ডিভাইসটি ১৩,১৮,০৯২ পয়েন্ট অর্জন করেছে। পৃথকভাবে, ফোনটি সিপিইউ এবং জিপিইউ পরীক্ষায় যথাক্রমে ২,৮৮,২৪৬ এবং ৫,৭৯,৯৮২ পয়েন্ট পেয়েছে এবং মেমরি এবং ইউএক্স পরীক্ষায় ২,৫৬,০০৪ এবং ১,৯৩,৮৬০ পয়েন্ট পেয়েছে। এই স্কোর ফোনটিকে শুধুমাত্র ফোল্ডেবল ফোন ক্যাটাগরিতে নয়, টপ-পারফর্মিং স্মার্টফোনের মধ্যে স্থান করে দিয়েছে।

Vivo X Fold 2-এর স্পেসিফিকেশন

পূর্ববর্তী লিকগুলি থেকে জানা গেছে যে, Vivo X Fold 2-এ ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৮ ইঞ্চির ই৬ অ্যামোলেড (E6 AMOLED) ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। আর ফোনটির কভার স্ক্রিনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবস্থান করবে বলে জানা গেছে। এছাড়াও, X Fold 2-এর রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে বলে জানা গেছে।

সেটআপটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৬৬ প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ টেলিফটো লেন্স দ্বারা গঠিত হবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X Fold 2 ফোনটিতে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে৷