Vivo X Fold 3 Pro India Launch Date

Vivo X Fold 3 Pro: ভারতে ভিভোর প্রথম ফোল্ডেবল ফোনে চমক, থাকবে AI ফিচার্স

ভিভো (Vivo) আগামী মাসেই ভারতে তাদের প্রথম ফোল্ডেবল ফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। Vivo X Fold 3 Pro ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন অর্জন করেছে, যা এর আসন্ন গ্লোবাল লঞ্চের ইঙ্গিত দেয়। চলতি বছর মার্চে চীনা বাজারে ডিভাইসটি আত্মপ্রকাশ করেছিল। Vivo X Fold 3 Pro ফোনের লঞ্চের পর এটি বিশ্ববাজারে Samsung Galaxy Z Fold 5 এবং OnePlus Open-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে হলে আশা করা যায়। এখন লঞ্চের আগে, একটি রিপোর্টে আসন্ন Vivo X Fold 3 Pro ফোনের চিপসেট, ব্যাটারি এবং এআই (AI) বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Vivo X Fold 3 Pro: প্রধান স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এইচটিটেকের রিপোর্টে বলা হয়েছে যে, ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোল্ডিং ফোনে ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের জন্য সাপোর্ট সহ বিশাল ৫,৭০০ এমএএইচ ব্যাটারি ইউনিট থাকবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে। প্রকাশনাটি তাদের প্রতিবেদনে এও প্রকাশ করেছে যে, ভিভো এক্স ফোল্ড ৩ প্রো হ্যান্ডসেটে উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করার জন্য নোট নেওয়া এবং ট্রান্সক্রিপশনের মতো বিভিন্ন এআই (AI) বৈশিষ্ট্য সহ আসবে।

এদিকে, অন্য একটি প্রতিবেদন অনুসারে, ভিভো এক্স ফোল্ড ৩ প্রো মডেলে থাকবে একটি জেইস (ZEISS) ব্র্যান্ডের ক্যামেরা এবং ব্র্যান্ডের নিজস্ব ভি৩ ইমেজিং চিপসেট। ভারতীয় ভ্যারিয়েন্টের ক্যামেরা কনফিগারেশন এর চীনা মডেলের মতোই হবে বলে মনে করা হচ্ছে। তাই, এতে দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স দেখা যেতে পারে।

উল্লিখিত ফাঁস হওয়া তথ্য থেকে বোঝা যায় যে, Vivo X Fold 3 Pro ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টটি চীনে উপলব্ধ মডেলের থেকে আলাদা হবে না। গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক ডেটাবেস অনুযায়ী, ফোল্ডেবল ফোনটি ১৬ জিবি র‍্যাম সহ আসবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।

এছাড়াও, Vivo X Fold 3 Pro মডেলে ৬.৫ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ৮.০৩ ইঞ্চির প্রাইমারি স্ক্রিন দেখা যাবে। উভয় ডিসপ্লেই অ্যামোলেড (AMOLED) প্যানেল সহ আসবে, যা ১২০ হার্টজ এলটিপিও (LTPO) রিফ্রেশ রেট, ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে৷ Vivo X Fold 3 Pro চীনে ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১৫,৩০০ টাকা) প্রারম্ভিক মূল্যে উপলব্ধ।