Categories: Mobiles

এবার সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন Vivo X Fold 3 ভারতে আসছে

গত 26শে মার্চ Vivo তাদের হোম-মার্কেটে Vivo X Fold 3 এবং X Fold 3 Pro নামের দুটি ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করে। এখন জানা গেছে সংস্থাটি খুব শীঘ্রই ভারতেও এই লেটেস্ট দুটি ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করবে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, একসাথে দুটি ফোল্ডেবল ফোন লঞ্চ হবে না। সর্বপ্রথম সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Vivo X Fold 3 এদেশে আত্মপ্রকাশ করতে পারে।

এই হ্যান্ডসেটের ভারতীয় সংস্করণের স্পেসিফিকেশন কিরকম থাকবে তা এখনও প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। তবে Vivo নিশ্চিত করেছে যে, আসন্ন মডেলটি সবচেয়ে পাতলা ফোল্ডেবল ডিভাইস হিসাবে এদেশের বাজারে পা রাখবে। এক্ষেত্রে ভাঁজ করা অবস্থায় এটি 10.2 মিমি পুরু হবে বলে জানা গেছে। এছাড়া ভারতে আসন্ন Vivo X Fold 3 ফোনের যাবতীয় বিশেষত্ব চীনা ভ্যারিয়েন্টের অনুরূপ থাকবে বলেই আশা করা হচ্ছে।

Vivo X Fold 3 ফোনের স্পেসিফিকেশন (চীনা ভ্যারিয়েন্ট)

নবাগত Vivo X Fold 3 স্মার্টফোনের চীনা ভ্যারিয়েন্টে রয়েছে 8.03-ইঞ্চির 2কে (1,172×2,748 পিক্সেল) E7 AMOLED প্রাইমারি ডিসপ্লে, যা আল্ট্রা-থিন গ্লাস (UTG) দ্বারা সুরক্ষিত। আবার ডিভাইসের পেছনে 6.53-ইঞ্চির গোলাকৃতির AMOLED কভার টাচস্ক্রিন লক্ষ্যণীয়। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে 16 জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম এবং সর্বোচ্চ 1 টেরাবাইট UFS4.0 মেমরি মিলবে। এই ফোল্ডেবল ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অরিজিনওএস 4 কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Vivo X Fold 3 স্মার্টফোন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হয়েছে। এই ক্যামেরাগুলি হল – 50 মেগাপিক্সেল VCS প্রাইমারি লেন্স + 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর + 5 মেগাপিক্সেল পোট্রেট শুটার। এদিকে হ্যান্ডসেটটির প্রাইমারি ও কভার উভয় ডিসপ্লেতেই 32 মেগাপিক্সেলের সেলফি অবস্থিত। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য 80 ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সমর্থিত 5,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে।

Vivo X Fold 3 ফোনের দাম (চীনা ভ্যারিয়েন্ট)

চিনের বাজারে Vivo X Fold 3 স্মার্টফোন মোট দুটি কালার বিকল্পের সাথে এসেছে, যথা – ফেদার হোয়াইট এবং থিন উইং ব্ল্যাক। এটি চারটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। যার মধ্যে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম থাকছে 6,999 ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় 80,000 টাকা)। আবার উচ্চতর 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 7,499 ইউয়ান (প্রায় 87,800 টাকা) ও 7,999 ইউয়ান (প্রায় 93,600 টাকা) রাখা হয়েছে। এছাড়া টপ-এন্ড 16 জিবি র‍্যাম + 1 টেরাবাইট স্টোরেজ বিকল্পের বিক্রয় মূল্য 8,999 ইউয়ান (প্রায় 1,00,700 টাকা) ধার্য করা হয়েছে৷

Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

29 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

35 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago