Categories: Mobiles

Vivo আনছে প্রথম Snapdragon 8 Gen 3 ফোল্ডেবল ফোন, ফিচার্স শুনলে মাথা ঘুরবে

গত বছর অক্টোবর মাসে, V2337A মডেল নম্বরের সঙ্গে Vivo X Fold 3 Pro ফোল্ডেবল স্মার্টফোনকে আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গিয়েছিল। আবার এটি এই মাসের শুরুতে একই মডেল কোডের সাথে চীনের একআইআইটি (MIIT) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়। আর এখন, ফোল্ডেবলটি চীনের 3C (CCC) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে, যা ইঙ্গিত করছে, এটি আগামী মাসে অর্থাৎ মার্চে অফিশিয়ালি লঞ্চ হবে। Vivo X Fold 3 Pro সম্পর্কে কি কি এই সার্টিফিকেশন থেকে উঠে এল, আসুন জেনে নেওয়া যাক।

Vivo X Fold 3 Pro পেল 3C সার্টিফিকেশন

V2337A মডেল নম্বর যুক্ত ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি প্রকাশ করেছে যে, এটি ১২০ ওয়াটের ফাস্ট চার্জারের সাথে বাজারে আসতে পারে। এটি ৫জি সংযোগ অফার করবে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া, ৩সি সার্টিফিকেশন থেকে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো-এর স্পেসিফিকেশন সম্পর্কে আর অন্য কোনও তথ্য জানা যায়নি।

অন্যদিকে, সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তার একটি নতুন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং ছাড়াও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং অফার করবে। এতে ৫,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারিও অন্তর্ভুক্ত থাকতে পারে। টিপস্টার ভিভো এক্স ফোল্ড ৩ প্রো-এর রিয়ার ক্যামেরা মডিউলের গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে, এতে ৫০ মেগাপিক্সেলের ওভি৫০এইচ প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অবস্থান করবে৷

উল্লেখযোগ্যভাবে, Vivo X Fold 3 Pro মডেলটি Vivo X Fold 2-এর থেকে স্লিম এবং হালকা হবে। প্রসঙ্গত, ফোল্ড করা অবস্থায় পূর্বসূরিটি ১২.৯ মিলিমিটার স্লিম এবং ওজন ২৭৯ গ্রাম। বলা হচ্ছে যে, এটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর চালিত বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আর স্ট্যান্ডার্ড Vivo X Fold 3-তে Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে বলে মনে করা হচ্ছে। স্ট্যান্ডার্ড মডেল হওয়ার কারণে, এতে আল্ট্রা-সনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওয়্যারলেস চার্জিং এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার মতো বৈশিষ্ট্যগুলির অনুপস্থিত থাকবে বলে অনুমান করা হচ্ছে।

এছাড়া, Vivo X Fold 3 সিরিজের প্রো এবং নন-প্রো মডেলে একই আকারের প্রাইমারি এবং কভার ডিসপ্লে থাকতে পারে। প্রো ভ্যারিয়েন্টটির উভয় ডিসপ্লেতে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে বলে শোনা যাচ্ছে। সাম্প্রতিক একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, Vivo X Fold 3 সিরিজ ম্যাক ইন্টিগ্রেশন সাপোর্ট করতে পারে।

Ananya Sarkar

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

40 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

59 mins ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago