সমস্ত ফোল্ডেবল ফোনকে ছাপিয়ে গেল Vivo X Fold+, সর্বোচ্চ স্কোর AnTuTu তে

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো গত এপ্রিলে লঞ্চ হওয়া Vivo X Fold-এর আপগ্রেডেড সংস্করণ হিসেবে Vivo X Fold+ ফোল্ডেবল হ্যান্ডসেটটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি সংস্থার এক অধিকর্তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন যে, ভিভোর এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি লেটেস্ট Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে আসতে চলেছে। আর তার কয়েক ঘন্টা পরেই এবার Vivo X Fold+-কে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu)-এর ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। আর শুধু তাই নয়, এই আসন্ন ডিভাইসটির আনটুটু স্কোর আজ সাইটে উপলব্ধ সবকটি ফোল্ডেবল অফারগুলির মধ্যে সর্বোচ্চ বলে জানা গেছে। Snapdragon 8+ Gen 1 চালিত Vivo X Fold+ আগামী ২৬ সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

ফোল্ডেবল ডিভাইস সেগমেন্টে আজ Vivo X Fold+ AnTuTu স্কোরের ভিত্তিতে সবার শীর্ষে

বেঞ্চমার্কিং ওয়েবসাইট আনটুটু (AnTuTu)-তে V2229A মডেল নম্বরের সাথে একটি ফোল্ডেবল স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরটি নতুন ভিভো এক্স ফোল্ড+-এর সাথে যুক্ত। তালিকা অনুসারে, এই ডিভাইসের সামগ্রিক স্কোর ১১,০০,৪৩৮ এবং সিপিইউ ও জিপিইউ স্কোর হল যথাক্রমে ২,৬০,৬৬৬ ও ৪,৭০,৯৮২। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। বলা হচ্ছে, আজ আনটুটু-তে উপস্থিত সকল ফোল্ডেবল ডিভাইসের মধ্যে এই ভিভো হ্যান্ডসেটের স্কোরটিই সর্বোচ্চ।

প্রসঙ্গত, সম্প্রতি ভিভোর ভাইস প্রেসিডেন্ট জিয়া জিংডং (Jia Jingdong) চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে পোস্ট করেছেন যে, ভিভো এক্স ফোল্ড+ ৫জি ফোল্ডেবল স্মার্টফোনের প্রাইমারি এবং কভার উভয় স্ক্রিনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং আল্ট্রা-সনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। তিনি নিশ্চিত করেছেন যে, হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের সাথে আসবে। অধিকর্তা দাবি করেছেন যে, ফোনের হিঞ্জ বা কব্জাটি টিউভি রাইনল্যান্ডের সার্টিফিকেশন সহ ৩,০০,০০০ বার কোম্পানির ফোল্ড টেস্টে উত্তীর্ণ হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, ভিভো এক্স ফোল্ড+ ৫জি একটি ইমেজিং সিস্টেম এবং ভিভো (Vivo) ও জেইস (Zeiss) দ্বারা যৌথভাবে তৈরি করা অ্যালগরিদম সহ আসবে। ফোনটি রেড এবং ব্লু কালার অপশনে লঞ্চ হতে পারে।

উল্লেখ্য, কনসেপ্ট ডিজাইনার বেন গেসকিন জানিয়েছেন যে, Vivo X Fold+ 5G-এর ডিসপ্লেটি ১৯টি DisplayMate A+ সার্টিফিকেশন পেয়েছে। আলোর দক্ষতা অপ্টিমাইজ করার জন্য হ্যান্ডসেটের ক্যামেরাগুলিতে Zeiss T* আবরণ দেখা যাবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, X Fold+ 5G ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৭৩০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলে জানা গেছে।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

27 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

34 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

42 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

53 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago