Vivo X100 Pro+ Launch Timeline Leaked

Samsung Galaxy S24 সিরিজকে চ্যালেঞ্জ, এপ্রিলেই লঞ্চ হতে পারে Vivo X100 Pro+

ভিভো Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর চালিত X-সিরিজের আরও একটি অত্যাধুনিক ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ মডেলটির নাম এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে এটি Vivo X100 Pro+ বা X100 Ultra হতে পারে, আবার ভিন্ন কোনও নামেও আসতে পারে। গত নভেম্বরে জানা গিয়েছিল যে Vivo X100 Pro+ এ বছর এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। তবে, সাম্প্রতিক রিপোর্টগুলি দাবি করেছে যে, লঞ্চ পিছিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে, এই ফোনটি চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষের দিকে বাজারে পা রাখতে পারে। এবার Vivo X100 Pro+ এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন ফাঁস হয়ে গিয়েছে।

ফাঁস হল Vivo X100 Pro+ এর লঞ্চ টাইমলাইন

এক চীনা টিপস্টার দাবি করেছেন যে, ভিভো এক্স১০০ প্রো প্লাস এপ্রিলের শেষের দিকেই লঞ্চ হবে এবং লঞ্চ ইভেন্ট পিছিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। এই তথ্যটি ছাড়া অবশ্য ফোনটির সম্পর্কে আর কিছু জানাননি তিনি। ইতিমধ্যেই ভিভোর আসন্ন ফ্ল্যাগশিপ সম্পর্কে যেসমস্ত রিপোর্টগুলি প্রকাশিত হয়েছে, সেগুলি থেকে জানা গেছে যে, ভিভো এক্স১০০ প্রো প্লাস / ভিভো এক্স১০০ আল্ট্রা-এ স্যামসাং ই৭ অ্যামোলেড (Samsung E7 AMOLED) কার্ভড-এজ ডিসপ্লে থাকবে, যা ২কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

ফটোগ্রাফির জন্য, ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের এলওয়াইটি-৯০০ প্রাইমারি ক্যামেরা, একটি ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, একটি টেলিফোটো এবং একটি আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে বলে মনে করা হচ্ছে। ডিভাইসটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউইফএস ৪.০ স্টোরেজ সহ বাজারে আসতে পারে।

ব্যাটারির ক্ষমতা জানা না গেলেও, Vivo X100 Pro+ ১০০ ওয়াট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং অফার করবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে ইউএসবি-সি পোর্ট সহ ইউএসবি জেন ৩.২ সাপোর্ট, ডুয়েল স্টেরিও স্পিকার এবং আইপি৬৮ (IP68)-রেটেড চ্যাসিস থাকবে বলে জানা গেছে। Vivo X100 Pro+ ব্ল্যাক, ব্লু এবং ইয়েলো কালার অপশনে পাওয়া যেতে পারে।