Vivo X100 Pro x100 Pro plus To Feature IP68 Rating And 50W Wireless Charging

শুধু দুর্ধর্ষ ক্যামেরা নয়, Vivo X100 Pro, Vivo X90 Pro+ আসবে ওয়্যারলেস চার্জিং ও এই ফিচারের সাথে

চলতি বছরের শেষার্ধে Vivo তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Vivo X100 উন্মোচন করবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে। আলোচ্য লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড Vivo X100, X100 Pro, এবং X100 Pro+ মডেল আসবে। সাম্প্রতিক কয়েকটি লিকে, আসন্ন এই সিরিজের প্রত্যেকটি ডিভাইসই পূর্বসূরি Vivo X90 লাইনআপের তুলনায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফিচার আপগ্রেডেশন অফার করবে বলে দাবি করা হয়েছিল। আবার আজ চীনের এক জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station), Vivo X100 সিরিজের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন সহ আরো কয়েকটি নতুন ফিচারগত বিবরণ প্রকাশ্যে আনলেন।

Vivo X100 স্মার্টফোন সিরিজের কী-ফিচার ফাঁস হল অনলাইনে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের একটি লেটেস্ট উইবো (Weibo) পোস্ট অনুসারে, আসন্ন ভিভো এক্স১০০ সিরিজের ‘প্রো’ মডেল-দ্বয় জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68 সার্টিফিকেশন সহ আসবে। যদিও স্ট্যান্ডার্ড মডেলের আইপি রেটিং এখনো নিশ্চিত করা হয়নি। অবগতির জন্য জানিয়ে রাখি, পূর্বসূরি ভিভো এক্স৯০ সিরিজের রেগুলার ভ্যারিয়েন্ট IP64-রেটেড চ্যাসিস এবং এক্স৯০ প্রো ও এক্স৯০ প্রো+ ডিভাইস দুটি IP68 রেটিং প্রাপ্ত। তাই সম্ভাবনা আছে, উত্তরসূরিটি এই বিভাগে পূর্বসূরির পদানুসরণ করবে।

টিপস্টার তার পোস্টে আরও উল্লেখ করেছেন যে, ভিভো এক্স১০০ প্রো এবং এক্স১০০ প্রো+ ফোন দুটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সমর্থন সহ আসবে। যদিও স্ট্যান্ডার্ড মডেলে হয়তো উল্লেখিত পরিমাণ চার্জিং ক্যাপাসিটি উপলব্ধ থাকবে না। তবে সিরিজের প্রত্যেকটি মডেলেই ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, এবং আইআর ব্লাস্টার পাওয়া যাবে।

এছাড়া Vivo X100 ও X100 Pro ফোনকে নভেম্বর মাসে চীনে লঞ্চ হবে এবং X100 Pro+ মডেলটি ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে বলেও দাবি করেছেন ডিজিটাল চ্যাট স্টেশন।

প্রসঙ্গত, পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্ট অনুসারে, আপকামিং Vivo X100 এবং X100 Pro স্মার্টফোনে মিডিয়াটেকের অঘোষিত ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। যেখানে কিনা Vivo X100 Pro+ মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। তিনটি ফোনেই সংস্থার নিজস্ব ভি৩ ইমেজিং চিপ থাকবে। এছাড়া সাম্প্রতিক একটি ফাঁস হওয়া রেন্ডারে টপ-এন্ড Vivo X100 Pro+ -এর পেছনে আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই ক্যামেরা মডিউলের ভিতরে বৃত্তাকার সেন্সর কাটআউট লক্ষ্যণীয়।