বাজার কাঁপানো স্মার্টফোন আনছে Vivo, থাকবে 200 মেগাপিক্সেলের দুর্ধর্ষ ক্যামেরা

ভিভো তাদের ফ্ল্যাগশিপ ভিভো এক্স২০০ সিরিজের ডিভাইসগুলির লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে স্ট্যান্ডার্ড ভিভো এক্স২০০, ভিভো এক্স২০০ প্রো এবং ভিভো এক্স২০০ আল্ট্রা মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে। লঞ্চের আগে এখন এই সিরিজের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সম্পর্কে জানা গেছে।

Vivo X100 Ultra Pro May Feature 200Mp Periscope Telephoto Camera

ভিভো আগামী মাসে চীনে ভিভো এক্স২০০ সিরিজের স্মার্টফোন উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ভিভো এক্স২০০ এবং ভিভো এক্স২০০ প্রো এবছরের অক্টোবরে বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে, যেখানে ভিভো এক্স২০০ আল্ট্রা ২০২৫ সালের প্রথমার্ধে বাজারে লঞ্চ হতে পারে। আর আজ, নির্ভরযোগ্য টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ভিভো এক্স২০০ সিরিজের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সম্পর্কে তথ্য শেয়ার করেছেন।

ভিভো এক্স২০০ সিরিজে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা থাকবে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো পোস্টে আসন্ন একটি হ্যান্ডসেটের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সর্ম্পকে বিশদ তথ্য শেয়ার করেছেন। ডিভাইসের নাম উল্লেখ না করলেও, পোস্টে ব্যবহৃত ইমোজি থেকে বোঝা যায় যে তিনি ভিভো এক্স২০০ সিরিজের একটি ফোনের কথা বলছেন।

অনুমান করা হচ্ছে যে, ভিভো এক্স২০০ প্রো ফোনে ১/১.৪ ইঞ্চির সেন্সর সাইজ, এফ/২.৬৭ অ্যাপারচার এবং একটি ৮৫ মিলিমিটারের ফোকাল লেন্থ সহ একটি ২০০ মেগাপিক্সেল সেন্সর যুক্ত থাকবে। এটিতে একই স্যামসাং এস৫কেএইচপি৯ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে, যা ভিভো এক্স১০০ আল্ট্রায় বর্তমানে উপলব্ধ রয়েছে। তবে শুধুমাত্র ভিভো এক্স২০০ প্রো ফোনে ভিভো এক্স১০০ আল্ট্রার অনুরূপ পেরিস্কোপ ক্যামেরা থাকবে, নাকি উত্তরসূরি ভিভো এক্স২০০ আল্ট্রাতেও এটি দেখা যাবে তা টিপস্টারের ইঙ্গিত থেকে স্পষ্ট নয়।

রিপোর্টে দাবি করা হয়েছে যে, স্ট্যান্ডার্ড ভিভো এক্স২০০ একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে, যাতে ৬.৪ ইঞ্চির বা ৬.৫ ইঞ্চির ফ্ল্যাট ওলেড প্যানেল থাকবে৷ অন্যদিকে, সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে,ভিভো এক্স২০০ প্রো মডেলে একটি বড় ওলেড স্ক্রিন থাকবে, যার চার দিকেই মাইক্রো কার্ভ দেখা যাবে। ভিভো এক্স২০০ ফোনের মতো, প্রো মডেলেও ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ভিভো এক্স২০০ এবং ভিভো এক্স২০০ প্রো ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, ভিভো এক্স২০০ আল্ট্রা ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর থাকবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ২কে ওলেড স্ক্রিন অফার করবে। বর্তমানে, ডিভাইসটির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কোন স্পষ্ট তথ্য উপলব্ধ নেই।