বিশ্বের প্রথম Dimensity 9300 Plus ফোন আনছে Vivo, এপ্রিলে আসতে পারে বাজারে

আজ (26 মার্চ) একঝাঁক নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে ভিভো (Vivo)৷ সংস্থাটি আজকের এক ইভেন্টে Vivo X Fold 3 সিরিজের ফোল্ডেবল ফোন, Vivo Pad…

আজ (26 মার্চ) একঝাঁক নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে ভিভো (Vivo)৷ সংস্থাটি আজকের এক ইভেন্টে Vivo X Fold 3 সিরিজের ফোল্ডেবল ফোন, Vivo Pad 3 Pro ট্যাবলেট এবং Vivo TWS 4 ইয়ারবাডস লঞ্চ করতে চলেছে। আবার Vivo X100s সিরিজের পাশাপাশি Vivo X100 Ultra নামে একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের ওপরও কাজ করছে সংস্থা। মনে করা হচ্ছে যে, Vivo X100s আগামী মাসে ভারতে লঞ্চ হবে। তার আগে এখন, উচ্চতর Vivo X100s Pro মডেলটি চীনের 3C-এর অনুমোদন লাভ করেছে। কী কী তথ্য উঠে এল এই সার্টিফিকেশন থেকে, আসুন দেখে নেওয়া যাক।

Vivo X100s Pro হাজির 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে

ভিভো গত বছর নভেম্বরে চীনে বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে ভিভো এক্স100 এবং এক্স100 প্রো লঞ্চ করেছে। উভয় ফোনের চীনা ভ্যারিয়েন্টের মডেল নম্বর যথাক্রমে V2309A এবং V2324A। শোনা যাচ্ছে যে, আসন্ন ভিভো এক্স100এস এবং এক্স100এস প্রো-এর মডেল নম্বরগুলিতে একটি অতিরিক্ত “H” অক্ষর থাকবে। তাই, এক্স100এস এবং এক্স100এস প্রো-এর মডেল নম্বর যথাক্রমে V2309HA এবং V2324HA।

আর এখন, চায়না কম্পালসারি সার্টিফিকেশন কর্তৃপক্ষ কর্তৃক ভিভো এক্স100এস প্রো ফোনটি V2324HA মডেল নম্বর সহ অনুমোদন লাভ করেছে। 3সি সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, এই ডিভাইসের সাথে একটি 120 ওয়াট ফাস্ট চার্জার সরবরাহ করা হবে। এর আগে, ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 চিপসেটের ওভারক্লকড ভার্সনের সাথে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসে দেখা গিয়েছিল।

তাই, ভিভো এক্স100এস প্রো মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাস চিপসেট চালিত প্রথম ফোন হিসেবে বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে। ভিভো এক্স100এস সম্ভবত একই চিপ সহ প্রো মডেলের সাথেই লঞ্চ হবে। নতুন চিপসেট ছাড়া, Vivo X100s এবং X100s Pro-এ X100 এবং X100 Pro-এর মতো একই স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।