Vivo X90 সিরিজ অবশেষে ড্রাগনের দেশের বাইরে লঞ্চ হল, ফিচার্স দেখলে চোখ কপালে উঠবে

ভিভো (Vivo) অবশেষে (৩ ফেব্রুয়ারি) তাদের ফ্ল্যাগশিপ X90 সিরিজটি বিশ্ববাজারের ক্রেতাদের জন্য লঞ্চ করেছে। এই লাইনআপের অধীনে Vivo X90 এবং X90 Pro স্মার্টফোন দুটি বাজারে এসেছে। ব্র্যান্ডটি একাধিক দেশের বাজারে এই সিরিজটির উপলব্ধতার বিষয়ে ঘোষণা করেছে। Vivo X90 সিরিজের ডিভাইসগুলি গত নভেম্বরে চীনের মার্কেটে লঞ্চ করা হয়েছিল এবং সেখানে এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড, Pro এবং Pro+- এই তিনটি মডেল আত্মপ্রকাশ করে। তবে, আন্তর্জাতিক বাজারে Pro+ ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়নি। প্রসঙ্গত, ক্যামেরা বিভাগের পার্থক্য ছাড়া, Vivo X90 এবং X90 Pro-এর গ্লোবাল মডেলগুলি প্রায় একই স্পেসিফিকেশন অফার করে। আর গ্লোবাল সংস্করণে এগুলির চীনা মডেলগুলির অনুরূপই বৈশিষ্ট্য রয়েছে। Vivo X90 সিরিজের উভয় মডেলই ওলেড ডিসপ্লে, MediaTek Dimensity 9200 প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করে। আসুন তাহলে বিশ্ববাজারে এগুলির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার গুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভিভো এক্স৯০ এবং এক্স৯০ প্রো- এর স্পেসিফিকেশন এবং ফিচার – Vivo X90 এবং X90 Pro Specifications and Features

ভিভো এক্স৯০ এবং এক্স৯০ প্রো-এ কার্ভড এজ এবং একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। উভয় ডিভাইসই ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট,১,৩০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা এবং এইচডিআর১০+ সাপোর্ট অফার করে। নিরাপত্তার জন্য, ফোনগুলিতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে।

ডিজাইনের দিক থেকে, ভিভো এক্স৯০ এবং এক্স৯০ প্রো-এর রিয়ার প্যানেলে বৃত্তাকার প্রসারিত ক্যামেরা মডিউল রয়েছে, যার নীচে একটি অনুভূমিক মেটাল ব্রিজ অবস্থান করছে, যেখানে ‘এক্সট্রিম ইমাজিনেশন’ টেক্সটটি লেখা রয়েছে। এই ক্যামেরা সেটআপ ভিভো এবং জেইস (Zeiss) দ্বারা যৌথভাবে টিউন করা হয়েছে। ভিভো এক্স৯০ এবং এক্স৯০ প্রো মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত রয়েছে। হিট ডিসিপেশনের জন্য, ডিভাইসগুলিতে একটি ভেপার কুলিং চেম্বার রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Vivo X90 এবং X90 Pro-তে জেইস-ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলের ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের Sony IMX866 প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত রয়েছে৷

আর প্রো ভ্যারিয়েন্টে ইন্ডাস্ট্রির একমাত্র এফ/১.৭৫ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX989 ১-ইঞ্চি প্রাইমারি সেন্সর অবস্থান করছে, যার সাথে একটি ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত রয়েছে। Vivo X90 সিরিজের দুটি মডেলেই ব্র্যান্ডের ভি২ ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) বর্তমান, যা উচ্চতর ফটোগ্রাফি পারফরম্যান্স অফার করে। আর সেলফির জন্য, উভয় ভিভো স্মার্টফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে৷ ডিভাইসগুলিতে ক্যামেরা সম্পর্কিত বিভিন্ন ফিচারও রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X90 ফোনটি ৪,৮১০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যেখানে X90 Pro-এ ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং উভয়ই ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ প্রো মডেলটি যদিও, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সাথেও কম্প্যাটিবল। সবশেষে, স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলে যথাক্রমে আইপি৬৪ (IP64) এবং আইপি৬৮ (IP68)-রেটেড জল প্রতিরোধী চ্যাসিস রয়েছে।

ভিভো এক্স৯০ এবং এক্স৯০ প্রো- এর দাম ও লভ্যতা – Vivo X90 এবং X90 Pro Price and Availability

মালয়েশিয়ার মার্কেটে ভিভো এক্স৯০-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৬৯৯ মালয়শিয়ান রিঙ্গিত (প্রায় ৭০,৮৫০ টাকা)। অন্যদিকে, এক্স৯০ প্রো-এর একই কনফিগারেশনের মূল্য ৪,৯৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৯৬,৬০০ টাকা)৷ স্ট্যান্ডার্ড মডেলটি ব্ল্যাক ও ব্লু কালার অপশনে হংকং, তাইওয়ান, ভারত, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বাজারে পাওয়া যাবে। প্রো ভ্যারিয়েন্টটি শুধুমাত্র ব্ল্যাক কালারে রেগুলার এক্স৯০-এর মতো একই দেশগুলিতে বিক্রি হওয়ার পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পোল্যান্ড, চেকিয়া, অস্ট্রিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রীস এবং সার্বিয়ার মতো ইউরোপীয় অঞ্চলেও পাওয়া যাবে। মূল্য এবং উপলব্ধতার বিবরণ অঞ্চল ভেদে পরিবর্তিত হবে।