Honda X-ADV: রেসিং বাইক এর কাছে ফেল! হন্ডা-র সাড়া জাগানো 745cc অ্যাডভেঞ্চার স্কুটার এবার লঞ্চ হতে পারে ভারতে

অ্যাডভেঞ্চার টু-হুইলারের প্রতি যুব সম্প্রদায়ের হৃদয়ে বরাবরই একটি দুর্বলতার জায়গা রয়েছে। শুধু যুব সম্প্রদায়ই কেন, মাঝবয়সি এমন বহু বাইকার রয়েছেন যাঁরা অ্যাডভেঞ্চার স্কুটার বা মোটরসাইকেলের প্রতি এককথায় ফিদা! একথার হদিশ পেতে বাকি নেই টু-হুইলার সংস্থাগুলির। তাই গ্রাহকদের পছন্দের বিষয়টি খেয়াল রেখেই এবার অফরোড ফোকাসড অ্যাডভেঞ্চার স্কুটার নিয়ে আসতে চলেছে Honda। ২০২১-এর ৭ ডিসেম্বর সংস্থাটি X-ADV নামে ট্রেডমার্কের জন্য আর্জি জানিয়েছিল। যা ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। ফলে সংস্থার অ্যাডভেঞ্চার Honda X-ADV স্কুটারটি নিয়ে আসার জল্পনা আরও জোরদার করেছে।

Honda CB300R-এর মডেলটি বিশ্ববাজারে উন্মোচিত হওয়ার পর সংস্থাটি এবার এক্স-এডিভি (X-ADV) নামে স্কুটার আনতে চলেছে। ইতিমধ্যেই এর ছবিও প্রকাশ্যে এসেছে। নজরকাড়া রাগেড ডিজাইনের অ্যাডভেঞ্চার স্কুটারটিতে রয়েছে একটি লম্বা উইন্ডস্ক্রীন, একটি ইউএসবি চার্জিং পোর্ট, ৫ ইঞ্চির একটি টিএফটি ড্যাশ এবং ভয়েস কমান্ড সহ ব্লুটুথ কানেক্টিভিটি।

অফরোড সেগমেন্টের স্কুটারটিতে রয়েছে দীর্ঘ ইউএসডি ফোর্ক, স্পোক হুইলের সাথে ডুয়েল-পারপাস টায়ার। এদিকে এবড়োখেবড়ো রাস্তায় চলাচলের শক্তি জোগানোর জন্য এতে উপস্থিত একটি বলিষ্ঠ ৭৪৫ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৫৯ পিএস পাওয়ার এবং ৭০ এনএম টর্ক পাওয়া যাবে।

এখন প্রশ্ন ভারতের বাজারে Honda X-ADV স্কুটারটি কবে পা রাখতে চলেছে? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, হন্ডা এর আগেও একাধিক টু-হুইলার যেমন CBR250RR, ADV 150, SH350i – এগুলির জন্যও ট্রেডমার্ক ফাইল করেছিল। কিন্তু সেগুলির মধৌযে কোনওটাই ভারতের বাজারে আনা হয়নি। তাই X-ADV অ্যাডভেঞ্চার স্কুটারটি যে ভারতে আসবেই, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সময়ই এখন এর উত্তর দেবে।