ক্যামেরায় iPhone, Samsung কে টেক্কা দেবে Vivo X90 ও iQOO 11, আসছে V2 ISP চিপের সাথে

২০২২-এর শেষ যত এগিয়ে আসছে সারা বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলিও তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি বাজারে লঞ্চ করার প্রস্তুতিতে গতি বৃদ্ধি করছে৷ তাই বর্তমানে এই সংক্রান্ত বেশ কিছু নতুন রিপোর্টও সামনে আসতে শুরু করেছে। এখন যেমন এক পরিচিত টিপস্টার আসন্ন Vivo X90 লাইনআপ এবং iQOO 11 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কিত কিছু নতুন বিবরণ প্রকাশ করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Vivo X90 এবং iQOO 11 সিরিজে থাকবে Vivo V2 ISP চিপসেট

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে আসন্ন ভিভো এক্স৯০ এবং আইকো ১১ সিরিজের ইমেজ প্রসেসিং চিপসেট সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন। তিনি মূলত ভিভোর পরবর্তী প্রজন্মের ভি২ আইএসপি (ISP) চিপসেটের বিশদ বিবরণ প্রকাশ করেছেন। এটি সংস্থার ইন-হাউস ইমেজ প্রসেসিং চিপ ভি১-এর উত্তরসূরি যা ভিভো তাদের বর্তমান প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করে থাকে।

Vivo V2 ISP Chipset

প্রসঙ্গত, ভি২ আইএসপি-টি আগামী বছর লঞ্চ হতে চলা ভিভো এক্স৯০ এবং আইকো ১১ সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলিতে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও টিপস্টার বলেছেন যে, এখনও ইন্ডাস্ট্রির সাপ্লাই চেইনগুলিকে প্রভাবিত করে চলা চিপ সরবরাহের সমস্যাগুলির কারণে লঞ্চ ইভেন্টের সময়সূচী সম্ভবত পরিবর্তিত হবে। এছাড়া, এটাও স্পষ্ট নয় যে ভিভো না আইকো-কোন ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লাইনআপটি প্রথমে উন্মোচন করবে।

জানিয়ে রাখি, কোম্পানির শেষ আইএসপি চিপে V1+ প্রসেসরটি রয়েছে। এটি হার্ডওয়্যারে ৩ডি (3D) রিয়েল টাইম স্টেরিওস্কোপিক নাইট সিন নয়েজ রিডাকশন, এমইএমসি (MEMC) ফ্রেম ইনসার্শন এবং এআই (AI) সুপার ডিভিশনের মতো সাপোর্ট নিয়ে এসেছে। তবে আশা করা যায়, নতুন চিপগুলি বিদ্যমান প্রযুক্তির তুলনায় আরও নতুন ফিচার এবং আপগ্রেড নিয়ে আসবে।