ভিভোর সর্বাধুনিক ফোন Vivo X90, X90 Pro+ লঞ্চ হল, ফিচারে iPhone 14 সিরিজকেও টেক্কা

প্রখ্যাত স্মার্টফোন নির্মাতা ভিভো চীনে আজ (২২ নভেম্বর) তাদের নতুন Vivo X90 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। এটি আগামী কয়েক মাসের মধ্যে ভারত এবং অন্যান্য দেশেও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই লাইনআপে X90, X90 Pro এবং X90 Pro+ 5G- এই তিনটি মডেল এসেছে। X90 সিরিজের ইউএসপি (USP) হল ক্যামেরা। লাইনআপটির টপ-এন্ড মডেল X90 Pro+ 5G-তে ১-ইঞ্চি সনি সেন্সর রয়েছে। স্ট্যান্ডার্ড X90 এবং X90 Pro-এর ব্যাকপ্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা যাবে। ডিভাইসগুলিতে MediaTek Dimensity এবং Qualcomm Snapdragon উভয় চিপসেট রয়েছে। আসুন Vivo X90 সিরিজের দাম, স্পেসিফিকেশন এবং অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।

ভিভো এক্স৯০ সিরিজের দাম এবং লভ্যতা – Vivo X90 Series Price and Availability

ভিভো এক্স৯০ সিরিজে একাধিক র‍্যাম এবং স্টোরেজ অপশন রয়েছে। স্ট্যান্ডার্ড এক্স৯০-এর বেস মডেলে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এটির দাম ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,৩০০ টাকা)। ডিভাইসটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ- এই ভ্যারিয়েন্টগুলিতেই পাওয়া যাচ্ছে। এগুলির মূল্য যথাক্রমে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৭০০ টাকা), ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫১,৫০০ টাকা) এবং ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৭,২০০ টাকা)। ডিভাইসটি ব্ল্যাক, ব্লু এবং রেড- এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে।

আবার, এক্স৯০ প্রো ৫জি-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৭,২০০ টাকা)। এটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলগুলির দাম যথাক্রমে ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৩,০০০ টাকা) এবং ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৮,৬০০ টাকা)। ডিভাইসটি ব্ল্যাক এবং রেড কালার অপশনে উপলব্ধ।

অন্যদিকে, টপ-এন্ড এক্স৯০ প্রো প্লাস ৫জি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পের সাথে এসেছে। এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৪,৪০০ টাকা) এবং ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮০,১০০ টাকা)। এটি রেড এবং ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

ভিভো এক্স৯০ সিরিজের স্পেসিফিকেশন – Vivo X90 Series Specifications

ভিভো এক্স৯০ সিরিজে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এক্স৯০ প্রো প্লাস ৫জি এবংএক্স৯০ প্রো কিউএইচডি+ রেজোলিউশন ডিসপ্লে সহ এসেছে, যেখানে এক্স৯০ ৫জি-এর ডিসপ্লে ২,৮০০× ১,২৬০ পিক্সেল রেজোলিউশন অফার করে। তিনটি মডেলেই ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে একটি হোল-পাঞ্চ কাটআউট রয়েছে।

ডিভাইসগুলি চীনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩ (Origin OS 3) কাস্টম স্কিনে রান করে। এগুলি বিভিন্ন প্রসেসর এবং ক্যামেরা স্পেসিফিকেশনের সাথে এসেছে। ডিভাইসগুলিতে নতুন ভিভো ভি২ (Vivo V2) কাস্টম আইএসপি (ISP) রয়েছে, যা পোর্ট্রেট মোড শট সহ লো লাইট ক্যামেরা পারফরম্যান্স উন্নত করতে পারে। পারফরম্যান্সের জন্য এক্স৯০ এবং এক্স৯০ প্রো ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসরটি রয়েছে। অন্যদিকে, এক্স৯০ প্রো ৫জি প্লাস ৫জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য, X90 5G-তে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৬৬ প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ১২ মেগাপিক্সেলের পোট্রেট লেন্স দ্বারা গঠিত ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে৷ আর, X90 Pro-তে একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ প্রধান ক্যামেরা, ২x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫৮ পোর্ট্রেট সেন্সর এবং একটি এফ/২.০ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর থাকবে৷

এছাড়া, Vivo X90 Pro+ 5G-তে ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আইএমএক্স৫৯৮ আল্ট্রাওয়াইড সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫৮ পোর্ট্রেট সেন্সর এবং ১০০এক্স ডিজিট্যাল জুম সহ একটি ৬৪ মেগাপিক্সেলের অমনিভিশন ওভি৬৪বি৪০ টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X90 5G-এ ৪,৮১০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, X90 Pro 5G সামান্য বড় ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সবশেষে, Vivo X90 Pro+ 5G-তে তিনটি ফোনের মধ্যে সবচেয়ে ছোট ব্যাটারি রয়েছে। এতে ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ মেগাপিক্সেলের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *