Vivo X90 Pro+ প্রিমিয়াম ফিচারের সাথে আসছে, নিজস্ব ইমেজ চিপ সহ থাকবে পাওয়ারফুল প্রসেসর

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো (Vivo) তাদের পরবর্তী প্রজন্মের Vivo X90 সিরিজের হ্যান্ডসেটগুলি বাজারে লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন রিপোর্ট এবং সূত্র থেকে এই আসন্ন ডিভাইসগুলির সম্পর্কে একাধিক তথ্যও সামনে এসেছে। যেমন গতকালই, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন স্ট্যান্ডার্ড Vivo X90-এর মূল বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছেন। আর এখন, একটি নতুন রিপোর্টের মাধ্যমে সিরিজের টপ-এন্ড মডেল, Vivo X90 Pro+-এর সকল স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে। চলুন আসন্ন লঞ্চের আগে ভিভোর এই ফ্ল্যাগশিপ ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, তা জেনে নেওয়া যাক।

ফাঁস হল Vivo X90 Pro+-এর মূল স্পেসিফিকেশন

টেকগোইং সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স৯০ প্রো প্লাস-এ ৬.৭৮ ইঞ্চির স্যামসাং অ্যামোলেড ই৬ (AMOLED E6) ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনটি ২কে (2K) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৪৪০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং সাপোর্ট করবে। যদিও, এই হ্যান্ডসেটে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার- তা রিপোর্টে উল্লেখ করা হয়নি। ভিভো এক্স৯০ প্রো প্লাস আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যা আগামী মাসে বাজারে লঞ্চ করবে কোয়ালকম। রিপোর্টে বলা হয়েছে যে, নতুন এই ভিভো ফোনের কোনও মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ভ্যারিয়েন্ট লঞ্চ হবে না। টেকগোইং দাবি করেছে যে, ভিভো এক্স৯০ এবং এক্স৯০ প্রো-তে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ মোবাইল প্ল্যাটফর্মটি ব্যবহার করা হবে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo X90 Pro+-এ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ভি ১ ইঞ্চির ক্যামেরা সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। আর প্রধান ক্যামেরার সাথে একটি ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আইএমএক্স৫৭৮ পোর্ট্রেট লেন্স, এবং ৩.৫x অপটিক্যাল এবং ১০x হাইব্রিড জুমের সাপোর্ট সহ একটি ওমনিভিশন ওভি৬৪এ পেরিস্কোপ জুম ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতার জন্য, এতে ভিভো ভি২ (Vivo V2) ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) ব্যবহার করা হবে। তবে, Vivo X90 Pro+-এর ফ্রন্ট-ফেসিং ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, অন্যান্য রিপোর্টে দাবি করা হয়েছে যে Vivo X90 Pro+ এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ সহ আসবে। তাই, এটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করতে পারে। এছাড়া, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩.০ (OriginOS 3.0) কাস্টম স্কিনে রান করবে।