Vivo X90 Pro: শুধু ক্যামেরায় চমক নয়, নতুন ভিভো ফোনে থাকবে Snapdragon 8 Gen 2 প্রসেসর

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো এবছর এপ্রিল মাসে হোম মার্কেট চীনে তাদের Vivo X80 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির ওপর থেকে পর্দা সরিয়েছে। আর বর্তমানে ব্র্যান্ডটি চীনের জন্য পরবর্তী প্রজন্মের X90 সিরিজের ওপর কাজ করছে বলে জানা গেছে। এটি সম্ভবত ২০২৩-এর দ্বিতীয় ত্রৈমাসিকে উন্মোচিত হবে। তবে এখন লঞ্চের আগেই এক চীনা টিপস্টার Vivo X90 Pro-এর কিছু স্পেসিফিকেশন ফাঁস করেছেন। জানা যাচ্ছে, এই হ্যান্ডসেটটি Qualcomm-এর পরবর্তী ফ্ল্যাগশিপ প্রসেসর, Snapdragon 8 Gen 2 দ্বারা চালিত হবে। চলুন আসন্ন X90 সিরিজের Pro মডেলটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Vivo X90 Pro-এর প্রধান স্পেসিফিকেশন

টেকগোইং (TechGoing)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এক টিপস্টার দাবি করেছেন যে নতুন ভিভো এক্স৯০ প্রো ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। তবে এটি আশ্চর্যের কিছু নয়, কারণ বেশ কয়েকটি আসন্ন ফ্ল্যাগশিপ ফোনে উল্লিখিত চিপসেটটি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ কোয়ালকমের স্ন্যাপড্রাগন টেক সামিট (Qualcomm Snapdragon Tech Summit)-এর মঞ্চে উন্মোচন করা হবে, যা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

এছাড়াও, রিপোর্ট থেকে জানা গেছে যে ভিভো এক্স৯০ প্রো ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এতে একটি বড় ব্যাটারিও অন্তর্ভুক্ত থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বসূরি এক্স৮০ প্রো ৪,৭০০ এমএএইচ ব্যাটারি অফার করে। তাই আপগ্রেডেড ভিভো এক্স৯০ প্রো-তে প্রায় ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হতে পারে।

এদিকে ফটোগ্রাফির জন্য, Vivo X90 Pro-এ একটি ১ ইঞ্চির ক্যামেরা সেন্সর অবস্থান করবে বলে জানা গেছে। জানিয়ে রাখি, আগস্ট মাসে চীনে লঞ্চ হওয়া Xiaomi 12S Ultra হল বিশ্বের প্রথম ফোন, যা ১ ইঞ্চি আকারের ক্যামেরা সেন্সরের সাথে এসেছে৷ এই শাওমি ফোনটি সনি আইএমএক্স৯৮৯ (Sony IMX989) সেন্সরটি অফার করে। তবে, নতুন X90 Pro-তে একই প্রাইমারি ক্যামেরা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে রিপোর্টের শেষে বলা হয়েছে যে, Vivo X90 Pro-এর প্রধান ক্যামেরা হিসেবে একটি পেরিস্কোপ জুম ক্যামেরা ব্যবহৃত হবে।

উল্লেখ্য, Vivo X90 সিরিজের লঞ্চের তারিখ সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। পূর্বসূরি Vivo X80 লাইনআপটি চীনে এবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করেছে। তাই, X90 লাইনআপটি আগামী বছর একই সময়ে লঞ্চ হতে পারে বলে। তবে, Xiaomi 13 সিরিজ এবং OnePlus 11 Pro 5G-এর মতো কিছু ফ্ল্যাগশিপ ফোন তাদের পূর্বসূরির চেয়ে আগে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। সুতরাং, এটিও সম্ভব যে, Vivo X90 সিরিজের হ্যান্ডসেটগুলি ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকের প্রথম দিকেই দেশীয় বাজারে পা রাখতে পারে।