DSLR ক্যামেরার মতো ছবি উঠবে, Vivo X90 Pro লঞ্চের আগে এই ফোনের খুঁটিনাটি জানুন

ভিভো সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা আগামী ২২ নভেম্বর চীনে বহু প্রতীক্ষিত Vivo X90 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি উন্মোচন করবে। চলতি সপ্তাহের শুরুতে, স্ট্যান্ডার্ড Vivo X90 ফোনটি V2241A মডেল নম্বর সহ চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছিল। আর এখন, V2242A মডেল নম্বর সহ আরেকটি X-সিরিজ ফোন টেনা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে, এই মডেল নম্বরটি আসন্ন Vivo X90 Pro-এর সাথে যুক্ত। টেনা তালিকায় এই ডিভাইসটির মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশিত হয়েছে। চলুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভিভো এক্স৯০ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Vivo X90 Pro Expected Specifications

টেকগোইং-এর নতুন রিপোর্ট অনুযায়ী, V2242A মডেল নম্বর সহ ভিভো এক্স৯০ প্রো চীনের টেনা সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকায় প্রকাশ করা হয়েছে, এই ফোনে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে যা ১,২৮০ x ২,৮০০ পিক্সেল এবং ১০-বিট কালার এবং ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। এর স্ক্রিনের আকার এবং রেজোলিউশন ভিভো এক্স৯০-এর মতোই।

ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট দ্বারা চালিত হবে, যা ৩.০৫ গিগাহার্টজে রান করে। ভিভো এক্স৯০ প্রো ৮ জিবি / ১২ জিবি / ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজ অফার করতে পারে৷ হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩ (OriginOS 3) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Vivo X90 Pro-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। মনে করা হচ্ছে, ডিভাইসটিতে একটি ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরাও থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X90 Pro দুটি ২,৩৭৫ এমএএইচ (রেটেড ভ্যালু) ডুয়েল-সেল ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে।

তাই মনে করা হচ্ছে হ্যান্ডসেটটির ব্যাটারির সম্মিলিত ক্ষমতা প্রায় ৪,৮৫০ এমএএইচ (টিপিক্যাল ভ্যালু) হতে পারে। স্ট্যান্ডার্ড মডেলের মতো, প্রো ভ্যারিয়েন্টটি ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এটি একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি আইআর ব্লাস্টারের মতো অন্যান্য ফিচারগুলিও অফার করবে। সবশেষ, Vivo X90 Pro-এর পরিমাপ হবে ১৬৪.০৭ x ৭৪.৫৩ মিলিমিটার এবং ওজন ২১৪.৮৫ গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *