Vivo X90 সিরিজ চীনের পর এবার আপনার দেশে আসছে, ফিচার্স শুনলে কিনতে ছুটবেন

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো গত নভেম্বর মাসে চীনের বাজারে Vivo X90 সিরিজের হ্যান্ডসেটগুলি লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Vivo X90, X90 Pro এবং X90 Pro+-এই তিনটি ডিভাইস দেশীয় বাজারে পা রেখেছে। আর এখন এক টিপস্টারের সৌজন্যে এই লাইনআপের গ্লোবাল লঞ্চের তারিখটিও প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তিনি X90 সিরিজের একটি লঞ্চ ইভেন্ট পোস্টার শেয়ার করেছেন, যা প্রকাশ করেছে যে ভিভোর এই নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি আগামী মাসেই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে৷ যদিও, ব্র্যান্ডটি এখনও আনুষ্ঠানিকভাবে Vivo X90 সিরিজের বিশ্বব্যাপী উপলব্ধতা সম্পর্কে কিছু ঘোষণা করেনি।

Vivo X90 সিরিজ বিশ্ববাজারে আসছে আগামী মাসেই

একটি সূত্র থেকে ভিভো এক্স৯০ সিরিজের একটি পোস্টার শেয়ার হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, আপকামিং ভিভো সিরিজটি আগামী ৩১ জানুয়ারি গ্লোবাল মার্কেটে উন্মোচিত হবে। তবে, বিশ্ববাজারে এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড, প্রো এবং প্রো+-এই তিনটি মডেলই আত্মপ্রকাশ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। টপ-এন্ড ভিভো এক্স৯০ প্রো প্লাস মডেলটি লঞ্চ হলে, এটি হবে গ্লোবাল মার্কেটে পা রাখা প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত স্মার্টফোন

প্রসঙ্গত, ভিভো এক্স৯০ সিরিজের গ্লোবাল ভ্যারিয়েন্টগুলি তাদের চীনা সংস্করণগুলির মতো একই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। ভিভো এক্স৯০ লাইনআপে কার্ভড এজ সহ ৬.৭৮ ইঞ্চির সেন্টার্ড পাঞ্চ-হোল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে। ভ্যানিলা এবং প্রো মডেলগুলি ১.৫কে (1.5K) রেজোলিউশন সাপোর্ট করে যেখানে প্রো প্লাসে কোয়াড-এইচডি+ রেজোলিউশনের প্যানেল রয়েছে। তিনটি ডিভাইসই একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য, Vivo X90 এবং X90 Pro-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত রয়েছে। উভয় ডিভাইসেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। রেগুলার মডেলের তৃতীয় লেন্সটি ১২ মেগাপিক্সেলের, যেখানে Pro-তে একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শ্যুটার রয়েছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Vivo X90 এবং X90 Pro-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর দ্বারা চালিত, যেখানে উচ্চতর Pro+ মডেলটি কোয়ালকমের লেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাথে এসেছে। তিনটি ডিভাইসই ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, X90 এবং X90 Pro মডেলে ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ যথাক্রমে ৪,৮১০ এমএএইচ এবং ৪,৮৯০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর Vivo X90 Pro+ ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, X90 লাইনআপের সবকটি মডেলই ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।