200W চার্জিং, সঙ্গে ফ্ল্যাগশিপ প্রসেসর, Vivo ও iQOO 11s একসাথে নয়া ফোন লঞ্চ করতে চলেছে

ভিভো (Vivo) এবং তার সাব-ব্র্যান্ড আইকো (iQOO)- উভয়ই খুব শীঘ্রই একসাথে বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। কিন্তু কোনও আনুষ্ঠানিক ঘোষণার আগে, একটি সূত্র মারফৎ Vivo X90s এবং iQOO 11s হ্যান্ডসেটগুলির সম্ভাব্য লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসেছে। আসুন তাহলে কোন সময় এই ফোনগুলি লঞ্চ হতে পারে, তা জেনে নেওয়া যাক।

Vivo X90s এমাসের শেষের দিকে এবং iQOO 11s আসবে আগামী মাসে লঞ্চ হতে চলেছে

এক টিপস্টার ওয়েইবোতে (একটি চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) ভিভো ও আইকোর আসন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন যে, ভিভো এক্স৯০এস মডেলটি এই মাসের শেষের দিকে লঞ্চ হবে, যেখানে আইকো ১১এস মডেলটি জুলাই মাসে বাজারে পা রাখবে বলে জানা গেছে। তবে, টিপস্টার উভয় স্মার্টফোনের জন্য কোনও স্পষ্ট লঞ্চের তারিখ প্রকাশ করেননি।

এছাড়াও জানা গেছে যে, ভিভো এক্স৯০ এস-এ ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসরটি থাকবে, যা সাম্প্রতিক টেনা (TENAA) সার্টিফিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে, আইকো ১১এস মডেলে কোয়ালকমের আসন্ন হাই-এন্ড স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২ চিপসেটটি থাকবে। তবে নতুন লিকটি এই দুই স্মার্টফোন সম্পর্কিত অতিরিক্ত কোনও তথ্য প্রকাশ করেনি।

উল্লেখ্য, Vivo X90s এবং iQOO 11s উভয় মডেলই হবে উচ্চস্তরের স্পেসিফিকেশন এবং ফিচার অফার করবে। iQOO 11s উচ্চ গতির ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেট দুটি বিশ্ববাজারে উপলব্ধ নাকি,শুধুমাত্র চীনা মার্কেটেই সীমাবদ্ধ থাকবে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে, তবে আশা করা যায় খুব শীঘ্রই এগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে।