Vivo Y02A কম দামে বাংলাদেশে লঞ্চ হল, রয়েছে 5000mAh ব্যাটারি ও বড় ডিসপ্লে

গত ডিসেম্বরে ভিভো এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে Vivo Y02 ভারতে লঞ্চ করে। সংস্থাটি এখন এর নয়া ভার্সন হিসেবে Vivo Y02A নিয়ে এসেছে। বাংলাদেশে আত্মপ্রকাশ করা…

গত ডিসেম্বরে ভিভো এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে Vivo Y02 ভারতে লঞ্চ করে। সংস্থাটি এখন এর নয়া ভার্সন হিসেবে Vivo Y02A নিয়ে এসেছে। বাংলাদেশে আত্মপ্রকাশ করা নতুন এই ডিভাইসের স্পেসিফিকেশন ও ডিজিইন অনেকটাই Y02 এর মতো। এতে পাওয়া যাবে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, হেলিও পি৩৫ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Vivo Y02A এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই০২এ এর দাম (Vivo Y02A Price)

ভিভো ওয়াই০২এ এর দাম ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২৪৯৯ বাংলাদেশি টাকা, যা প্রায় ৯৬৩০ টাকার সমান। এটি দুটি কালারে পাওয়া যাবে – কসমিক গ্রে ও অর্কিড ব্লু। এটি অন্যান্য মার্কেটে কবে লঞ্চ কবে তা এখনও জানা যায়নি।

Vivo Y02A এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই০২এ এর সামনে দেখা যাবে ৬.৫১ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) আইপিএস এলসিডি। এই ডিসপ্লের ডিজাইন টিয়ার ড্রপ নচ, যার কাট আউটের মধ্যে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে দেওয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য Vivo Y02A ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। উল্লেখ্য, Y02 ফোনে হেলিও পি২২ প্রসেসর ছিল। এটি ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য ভিভোর নতুন ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে চলবে। Vivo Y02A এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। এর ওজন ১৮৬ গ্রাম।