Vivo Y100 এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, সব স্পেসিফিকেশনও প্রকাশ্যে চলে এল

ভিভো তাদের Y-সিরিজে অন্তর্ভুক্ত Vivo Y100 স্মার্টফোনটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে। চলতি মাসের শুরুর দিকে, এই হ্যান্ডসেটটি গিকবেঞ্চ (Geekbench), গুগল প্লে কনসোল (Google…

ভিভো তাদের Y-সিরিজে অন্তর্ভুক্ত Vivo Y100 স্মার্টফোনটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে। চলতি মাসের শুরুর দিকে, এই হ্যান্ডসেটটি গিকবেঞ্চ (Geekbench), গুগল প্লে কনসোল (Google Play Console) এবং ভারতের বিআইএস (BIS)-এর সাইটে উপস্থিত হয়েছিল। এই সার্টিফিকেশন তালিকাগুলি থেকে আপকামিং ভিভো ফোনটির বেশকিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা গেছে। আর এখন, একটি নির্ভরযোগ্য সূত্র Vivo Y100-এর দাম এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Vivo Y100-এর দাম এবং স্পেসিফিকেশন

৯১ মোবাইলস জানিয়েছে, ভারতে আসন্ন ভিভো ওয়াই১০০-এর দাম হবে প্রায় ২৭,০০০ টাকা। এমনকি এর দাম আরও কমও হতে পারে। এছাড়াও, বলা হয়েছে যে ফোনটি স্লিম এবং হালকা ওজনের হবে। এতে একটি রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেলও থাকবে, যেমনটা এর আগে ভিভো ভি২৩ প্রো এবং ভিভো ভি২৫ প্রো-এ দেখা গেছে। তবে, ওয়াই১০০ একটির পরিবর্তে দুটি রঙ পরিবর্তনকারী ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, ভিভো ওয়াই১০০ স্মার্টফোনটি ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে বলে জানা গেছে। এই প্যানেলটি এইচডিআর১০+ এবং ১,৩০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই১০০-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলে জানা গেছে। Vivo Y100 ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এর সাথে Vivo Y56 হ্যান্ডসেটটিও বাজারে আত্মপ্রকাশ করতে পারে। খুব শীঘ্রই এই Y-সিরিজের ফোনটির সম্পর্কে আরও তথ্য প্রকাশিত হবে বলে আশা করা যায়।