পুজোর আগে সুখবর, Vivo-র 64MP ক্যামেরা ও 44W ফাস্ট চার্জিং যুক্ত ফোনের দাম 2,000 টাকা কমল

ভারতে ভিভো (Vivo)-এ জনপ্রিয় ফোনগুলির মধ্যে অন্যতম Y সিরিজ। এই লাইনআপের অধীনে চলতি বছরে ব্র্যান্ডটি Vivo Y100 এবং Y100A এদেশে লঞ্চ করেছিল। গত মে মাসে…

ভারতে ভিভো (Vivo)-এ জনপ্রিয় ফোনগুলির মধ্যে অন্যতম Y সিরিজ। এই লাইনআপের অধীনে চলতি বছরে ব্র্যান্ডটি Vivo Y100 এবং Y100A এদেশে লঞ্চ করেছিল। গত মে মাসে এই জনপ্রিয় ফোনগুলির দাম প্রথমবার ১,০০০ টাকা কমানো হয়েছিল। আর এখন ভিভো পুনরায় Y100 এবং Y100A-এর দাম কমিয়েছে। উভয় মডেলের জন্য এবার আগের তুলনায় দ্বিগুণ অর্থাৎ, ২,০০০ টাকা দাম কমানোর ঘোষণা করা হয়েছে। ফলে এগুলি বর্তমানে ২২,০০০ টাকারও কম মূল্যে কেনা যাবে।

আবারও কমলো Vivo Y100 এবং Vivo Y100A-এর দাম

ভিভো ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স (আগের টুইটার) হ্যান্ডল থেকে একটি পোস্ট করে জানিয়েছে যে, ভিভো ওয়াই১০০ এবং ভিভো ওয়াই১০০এ- উভয় ফোনেরই ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি এখন থেকে ২১,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ ওয়াই১০০এ মিলবে ২৩,৯৯৯ টাকায়।

এর পাশাপাশি, ভিভো আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC First Bank), এসবিআই ( State Bank of India), ফেডারেল ব্যাঙ্ক (Federal Bank), ইয়েস ব্যাঙ্ক (Yes Bank), ইন্দাসইন্ড (IndusInd) এবং ব্যাঙ্ক অফ বারোদা (BOB) সহ বিভিন্ন ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে করা ইএমআই লেনদেনে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার করছে। মূলত, Vivo Y100 ভারতে ২৪,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল, যেখানে ওয়াই১০০এ-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি মডেলটি ২৬,৯৯৯ টাকায় আত্মপ্রকাশ করেছিল।

Vivo Y100 এবং Y100A-এর স্পেসিফিকেশন

Vivo Y100 এবং Y100A উভয় স্মার্টফোনই একটি ৬.৩৮ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং নিরাপত্তার জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে। স্ট্যান্ডার্ড Vivo Y100 মিডিয়াটেক MediaTek Dimensity 900 প্রসেসর দ্বারা চালিত, যেখানে Y100A Qualcomm-এর Snapdragon 695 চিপসেটের সাথে এসেছে। উভয় মডেলই মসৃণ মাল্টিটাস্কিংয়ের জন্য ৮ জিবি র‍্যাম অফার করে। Y100 ১২৮ জিবি স্টোরেজ প্রদান করে, যেখানে Y100A ১২৮ জিবি এবং ২৫৬ জিবি – দুটি বিকল্প অফার করে।

ফটোগ্রাফির জন্য, উভয় ফোনেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরের সাথে যুক্ত রয়েছে। আর সেলফির জন্য, ফোনগুলির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

ইউজার-ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্সের জন্য, Vivo Y100 এবং Y100A ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, উভয় ফোনেই ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, Vivo Y100 এবং Y100A ডুয়েল সিম সাপোর্ট, ৫জি সংযোগ, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্টের মতো স্ট্যান্ডার্ড কানেক্টিভিটি অপশনগুলি অফার করে।