ডিজাইন দেখলে চোখ জুড়িয়ে যাবে, শীঘ্রই বাজারে আসছে Vivo Y100A, ফিচার্সও মনে ধরবে

ভিভো (Vivo) চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের বাজারে MediaTek Dimensity 900-চালিত Vivo Y100 স্মার্টফোনটি উন্মোচন করেছিল। শোনা যাচ্ছে, কোম্পানিটি শীঘ্রই এদেশের বাজারে আরেকটি নতুন Y-সিরিজের ফোন নিয়ে আসতে চলেছে, যার নাম Vivo Y100A। যার একটি প্রোমোশনাল পোস্টার থেকে কালার ভ্যারিয়েন্ট এবং ব্যাক প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। পাশাপাশি লঞ্চ অফার সংক্রান্ত কিছু তথ্যও প্রকাশ পেয়েছে।

Vivo Y100A এর প্রোমোশনাল পোস্টার সামনে এল

ভিভো ওয়াই১০০এ-এর প্রোমো ইমেজটি দেখায় যে, এটি গোল্ড এবং ব্লু কালার অপশনে বাজারে আসবে। পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ট্রিপল ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ উপস্থিত থাকবে। আর ফ্রেমের ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি অবস্থান করবে।

এছাড়াও জানা গেছে যে, ভিভো ওয়াই১০০এ ফোনে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। আশা করা যায়, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। পোস্টারটি আরও প্রকাশ করে যে, ভিভো ওয়াই১০০এ-এর ক্রেতারা আইসিআইসিআই (ক্রেডিট কার্ড ইএমআই, ডেবিট কার্ড ইএমআই, এবং ক্রেডিট কার্ড ফুল সোয়াইপ), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ক্রেডিট কার্ড ইএমআই), আইডিএফসি (ক্রেডিট কার্ড ইএমআই, ডেবিট কার্ড ইএমআই), ফেডারেল ব্যাঙ্ক (ক্রেডিট কার্ড ইএমআই), ইয়েস ব্যাঙ্ক (ক্রেডিট কার্ড ইএমআই) এবং এইউ ব্যাঙ্ক (ক্রেডিট কার্ড ইএমআই)-এর সাথে ইএমআই লেনদেনের মাধ্যমে ২,০০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন। তবে, এই অফারটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৈধ। অর্থাৎ যে কোনও মুহূর্তে লঞ্চ হতে পারে ফোনটি।

Vivo Y100A-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

মুম্বাই-ভিত্তিক ইলেকট্রনিক্স রিটেইলার মহেশ টেলিকম ইতিমধ্যেই Vivo Y100A-এর স্পেসিফিকেশন ফাঁস করেছে। জানা যাচ্ছে, এটি ৬.৩৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে যা ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেট দ্বারা চালিত হবে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y100A-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সমন্বিত ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপর কোম্পানির ফানটাচ ওএস (FunTouch OS) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y100A-তে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। অনুমান করা হচ্ছে যে, ভারতে এই ভিভো ফোনটির দাম রাখা হবে ২৬,৯৯৯ টাকা। এটাও বলা হচ্ছে যে, Y100A এদেশের অফলাইন বাজারকে উদ্দেশ্য করে লঞ্চ হবে।