বাজেটের মধ্যে আসছে Vivo Y18e, 4 জিবি র‌্যামের সাথে থাকবে এই প্রসেসর

Vivo খুব শীঘ্রই তাদের জনপ্রিয় Y-সিরিজের অধীনে Vivo Y18e স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন এই ডিভাইসটি সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। এখন আবার এই…

Vivo খুব শীঘ্রই তাদের জনপ্রিয় Y-সিরিজের অধীনে Vivo Y18e স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন এই ডিভাইসটি সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। এখন আবার এই একই হ্যান্ডসেট Google Play Console সাইটের ডাটাবেসে উপস্থিত হল। যার দরুন এর প্রসেসর সহ একাধিক মুখ্য ফিচার প্রকাশ্যে এসেছে। এছাড়া Vivo Y18e ফোনটি V2333 মডেল নম্বর বহন করবে বলেও জানতে পেরেছি আমরা।

Google Play Console সাইটে দেখা গেল Vivo Y18e স্মার্টফোনকে

গুগল প্লে কনসোল সাইটের লিস্টিং অনুসারে, আপকামিং ভিভো ওয়াই18ই স্মার্টফোনে 300 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 720×1612 পিক্সেল রেজোলিউশন সমর্থিত একটি ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। আবার ভালো পারফরম্যান্সের জন্য এতে থাকবে MT6769Z মডেল নম্বর যুক্ত একটি অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর এবং মালি জি52 জিপিইউ। এক্ষেত্রে ব্যবহৃত চিপসেটটি সর্বোচ্চ 2.0 গিগাহার্টজ ক্লক রেটের দুটি এআরএম কর্টেক্স-এ75 পারফরম্যান্স কোর এবং 1.8 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির মোট ছয়টি এআরএম কর্টেক্স-এ৫৫ পারফরম্যান্স কোর সাপোর্ট করবে। এই কনফিগারেশন দেখে মনে হচ্ছে, ভিভো তাদের লেটেস্ট হ্যান্ডসেটটি মিডিয়াটেক হেলিও জি85 এসওসি -এর সাথে লঞ্চ করার পরিকল্পনায় আছে।

লিস্টিং থেকে আরও জানা গেছে যে, ভিভো ওয়াই18ই ডিভাইসটি 4 জিবি র‌্যাম অফার করবে। তবে আশা করা হচ্ছে, লঞ্চ-পরবর্তী সময়ে এই স্মার্টফোন অন্যান্য মেমরি কনফিগারেশনের সাথেও উপলব্ধ হবে। এছাড়া অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন প্রি-লোডেড থাকবে।

প্রসঙ্গত হালফিলে Vivo Y18e ফোনের একটি রেন্ডার প্রকাশ্যে এসেছে। যেখানে এই হ্যান্ডসেট তুলনায় পুরু বেজেল এবং ওয়াটারড্রপ নচ স্টাইলের ডিসপ্লের সাথে দেখা গেছে। আবার পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এই ফোন লঞ্চের পর লাইট গ্রীন কালার বিকল্পে পাওয়া যাবে।