Vivo Y18s: বাজেটের মধ্যে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল নতুন ভিভো ফোন

আজ একপ্রকার চুপিচুপি ভিয়েতনামের বাজারে লঞ্চ হল Vivo Y18s। Y-সিরিজের অধীনে আসা এই নয়া স্মার্টফোনটি ইতিমধ্যেই সংস্থার ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। যার দরুন এর ফিচার সহ…

আজ একপ্রকার চুপিচুপি ভিয়েতনামের বাজারে লঞ্চ হল Vivo Y18s। Y-সিরিজের অধীনে আসা এই নয়া স্মার্টফোনটি ইতিমধ্যেই সংস্থার ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। যার দরুন এর ফিচার সহ ডিজাইন সম্পর্কে আমরা জানতে পেরেছি। যার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, এটি সম্পূর্ণরূপে নতুন হ্যান্ডসেট নয়। বরং একটি বিদ্যমান মডেলের রিব্র্যান্ডেড / টোনড-ডাউন ভার্সন। আসুন Vivo Y18s এর সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y18s স্মার্টফোনের স্পেসিফিকেশন

ভিভো সংস্থার ভিয়েতনাম শাখার ওয়েবসাইটে হালফিলে শেয়ার করা টিজার ইমেজে, নয়া ভিভো ওয়াই১৮এস মডেলকে হুবহু বিদ্যমান ভিভো ওয়াই১৮ (Vivo Y18) ফোনের ডিজাইনের সাথে দেখা গেছে। এমনকি লিস্টিং নিশ্চিত করেছে যে, ডিভাইস দুটির ফিচারও একসমান। ফলে মনে করা হচ্ছে, সদ্য ঘোষিত ভিভো ওয়াই১৮এস ফোন ভিভো ওয়াই১৮ -এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে এসেছে। জানিয়ে রাখি, বিদ্যমান হ্যান্ডসেটটি ইতিমধ্যেই ভিয়েতনাম এবং ভারত সহ বিভিন্ন আঞ্চলিক বাজারে আত্মপ্রকাশ করেছে।

Vivo Y18s ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৫৬-ইঞ্চির LCD ডিসপ্লে প্যানেল। ভালো পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, যার সাথে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংযুক্ত। ফোনটিতে অতিরিক্তভাবে ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম এক্সপেনশন ফিচারও সাপোর্ট করে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

প্রসঙ্গত, ভিয়েতনামে লঞ্চ হওয়া Vivo Y18 মডেলটি ৮ জিবি র‌্যাম অফার করে। অন্যদিকে Vivo Y18s মাত্র ৬ জিবি র‌্যাম সহ এসেছে। ফলে নবাগতটিকে বিদ্যমান হ্যান্ডসেটের সামান্য টোন-ডাউন সংস্করণ বলা যেতেই পারে।

যাইহোক ছবি তোলার জন্য Vivo Y18s ফোনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল সেলফি শুটার। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসটি ব্লুটুথ ৫.০ ভার্সন এবং এফএম রেডিও সাপোর্ট করে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18s স্মার্টফোনে আছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এটি সম্ভবত একটি বাজেট-রেঞ্জের ফোন। দুর্ভাগ্যবশত ভিভো এখনো ভিয়েতনামের জন্য ডিভাইসটির বিক্রয় মূল্য প্রকাশ করেনি। তবে আশা করা হচ্ছে শীঘ্রই দাম সংক্রান্ত তথ্য সামনে নিয়ে আসা হবে। উল্লেখ্য Vivo Y18s স্মার্টফোন দুটি কালার বিকল্পে এসেছে, যথা – মোচা ব্রাউন এবং গ্রিন হাই লুউ৷