দারুণ ফিচার্স নিয়ে লঞ্চ হল Vivo Y200T ও Y200 GT, সস্তায় মিলবে 6,000mah ব্যাটারি, 80W চার্জিং

Vivo Y200t এবং Y200 GT স্মার্টফোনগুলি অবশেষে বাজারে লঞ্চ করলো ভিভো। বহু প্রতীক্ষিত Vivo Y200t ফোনটিতে এলসিডি প্যানেল এবং Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেটটি…

Vivo Y200t এবং Y200 GT স্মার্টফোনগুলি অবশেষে বাজারে লঞ্চ করলো ভিভো। বহু প্রতীক্ষিত Vivo Y200t ফোনটিতে এলসিডি প্যানেল এবং Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেটটি রয়েছে। অন্যদিকে, Vivo Y200 GT ভ্যারিয়েন্টে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং আরও শক্তিশালী Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। উভয় ফোনেই ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন তাহলে Vivo Y200 সিরিজের নতুন দুই স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo Y200t এবং Vivo Y200 GT: স্পেসিফিকেশন এবং ফিচার

ভিভো ওয়াই২০০টি ফোনে ৬.৭২ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত।

ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই২০০টি ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সমন্বিত ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য, এতে রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Vivo Y200t ফোনের পরিমাপ ১৬৫.৭ x ৭৬ x ৭.৯৯ মিলিমিটার এবং ওজন ১৯৯ গ্রাম।

Vivo Y200 GT ফোনটি ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ এসেছে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। হ্যান্ডসেটটিতে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যা ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y200 GT ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে এবং এর পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y200 GT ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য, ডিভাইসটিতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বিদ্যমান। Vivo Y200 GT মডেলটির পরিমাপ ১৬৩.৭২ x ৭৫.৮৮ x ৭.৯৮ মিলিমিটার এবং ওজন ১৯৩ গ্রাম।

এছাড়া, Vivo Y200 GT এবং Y200t অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিনওএস ৪ (OriginOS 4) ভিত্তিক কাস্টম স্কিনে চলে। উভয় ফোনেই ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২ (Y200t) / ব্লুটুথ ৫.৪ (Y200 GT), এবং একটি ইউএসবি-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে৷ Y200t-এ একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক দেখতে পাওয়া যাবে, যেখানে GT মডেলে এটি অনুপস্থিত।

Vivo Y200t এবং Y200 GT: মূল্য এবং লভ্যতা

Vivo Y200t এবং Vivo Y200 GT চারটি র‍্যাম ও স্টোরেজ বিকল্পে এসেছে, এগুলি হল – 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB। Vivo Y200t ফোনের এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে 1,199 Yuan (প্রায় ১৩,৮১০ টাকা), 1,299 Yuan (প্রায় ১৫,২৪৫ টাকা), 1,499 Yuan (প্রায় ১৭,৬০০ টাকা), এবং 1,699 Yuan (প্রায় ১৯,৯৩৫ টাকা)। এটি কিংশান (নীল) এবং অরোরা (সবুজ) কালারে পাওয়া যাবে। অন্যদিকে, Y200 GT ফোনের উল্লেখিত মডেলগুলির দাম যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৪১০ টাকা), ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২১,১১৫ টাকা), ১,৯৯৯ ইউয়ান (প্রায় ১৩,৪৬০ টাকা), এবং ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,৯৮০ টাকা),। এটি স্টর্ম এবং থান্ডার কালার ভ্যারিয়েন্টে মিলবে।