Vivo Y200 Price

ভারতে লঞ্চ হওয়ার আগেই Vivo Y200-এর দাম ফাঁস, কী কী ফিচার্স থাকবে দেখুন

ভিভো (Vivo) একটি নতুন Y-সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Vivo Y200৷ ফোনটিকে নিয়ে ইদানিং প্রযুক্তি মহলে জল্পনা চলছে। সম্প্রতি, ডিভাইসটির ট্রেনিং মেটিরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে এবং এমনকি এটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এও দেখা গেছে। আনুষ্ঠানিক ঘোষণার আগেই এখন একটি নতুন রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে Vivo Y200 খুব শীঘ্রই ভারতীয় বাজারে পা রাখবে। এমনকি, প্রতিবেদনে ডিভাইসটির দামের রেঞ্জও প্রকাশ করা হয়েছে। আসুন তাহলে Vivo Y200 সম্পর্কে কি কি নতুন তথ্য জানা গেছে, দেখে নেওয়া যাক।

ভারতে Vivo Y200-এর লঞ্চের টাইমলাইন এবং মূল্য

চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো চলতি মাসের শেষের দিকে নতুন ভিভো ওয়াই২০০ স্মার্টফোনটি উন্মোচনের পরিকল্পনা করছে। এখন, মাইস্মার্টপ্রাইস দাবি করেছে যে, ভিভো ওয়াই২০০ চলতি মাসের শেষের দিকে লঞ্চ হবে। এটি আগের রিপোর্টগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ ট্রেনিং মেটেরিয়াল ফাঁস হওয়া এবং গুগল প্লে কনসোলে উপস্থিতি, ইতিমধ্যেই মুক্তির ইঙ্গিত দিয়েছে৷

আবার, রিপোর্টে এই আসন্ন ভিভো স্মার্টফোনের দামের রেঞ্জও প্রকাশ করা হয়েছে। জানা গেছে, ভারতে ভিভো ওয়াই২০০-এর দাম ২৪,০০০ টাকার মধ্যে থাকবে। সুতরাং ডিভাইসটি একটি মিড রেঞ্জের হ্যান্ডসেট হিসাবে বাজারে আসতে চলেছে। এই ফোনে অ্যামোলেড ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং স্লিম ৭.৬৯ মিলিমিটারের বডি থাকবে বলে জানা গেছে৷

এছাড়া ফটোগ্রাফির জন্য, Vivo Y200-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং স্মার্ট অরা এলইডি লাইট অন্তর্ভুক্ত থাকবে। ডিজাইন প্রসঙ্গে বললে, Vivo Y200 মডেলটি Vivo V27 Pro এবং V29 মডেলের অনুরূপ হবে বলে অনুমান করা হচ্ছে। পারফরম্যান্সের ক্ষেত্রে, ডিভাইসটি Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা ৮ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।