দুর্দান্ত ক্যামেরার সঙ্গে ব্যাপক ডিসপ্লে, ভারতে লঞ্চের আগেই Vivo Y200 Pro এর দাম ফাঁস

Vivo Y200 Pro স্মার্টফোনটিকে খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে ভিভো। এই সিরিজের ফোনটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে এবং এটি…

Vivo Y200 Pro স্মার্টফোনটিকে খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে ভিভো। এই সিরিজের ফোনটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে এবং এটি সম্প্রতি গুগল প্লে কনসোল (Google Play Console) ডেটাবেসও উপস্থিত হয়েছে। এই লিস্টিংগুলি প্রকাশ করেছে যে, ফোনটি সম্ভবত Vivo V29e মডেলের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। আর এখন, একটি সাম্প্রতিক রিপোর্টে Vivo Y200 Pro ফোনটির কিছু প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেইসাথে এর দামের রেঞ্জও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল Vivo Y200 Pro ফোনের স্পেসিফিকেশন এবং দাম

৯১মোবাইলসের রিপোর্ট অনুসারে, ভিভো ওয়াই২০০ প্রো ফোনটি ভারতীয় বাজারে ২৫,০০০ টাকার কম মূল্যে লঞ্চ হবে। অন্যদিকে, ভিভো ভি২৯ই ফোনের প্রারম্ভিক মূল্য বর্তমানে ২৫,০০০ টাকার নীচেই রয়েছে। এর পাশাপাশি, প্রতিবেদনটিতে হ্যান্ডসেটটির কিছু স্পেসিফিকেশনও উল্লেখ করা হয়েছে। ভিভো ওয়াই২০০ প্রো সম্ভবত ১২০ হার্টজ ত্রিমাত্রিক (3D) কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এর প্রাইমারি ক্যামেরাটি একটি অ্যান্টি-শেক ক্যামেরা হবে, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) প্রযুক্তি সাপোর্ট করবে। ফোনের ক্যামেরা সিস্টেমটি ফটোগ্রাফি এবং পোর্ট্রেটের ক্ষেত্রে আপগ্রেড অফার করবে। এছাড়াও বলা হচ্ছে নতুন এবং উন্নত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপের পরিবর্তে এই ডিভাইসটিতে পুরোনো স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেটটি থাকবে। এগুলি ছাড়া রিপোর্টে আর কোনও তথ্য উল্লেখ করা হয়নি।

তবে যেহেতু ভিভো ওয়াই২০০ প্রো মডেলটি ভিভো ভি২৯ই ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে চলেছে, তাই অনুমান করা যায় যে এতে ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ কার্ভড-অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৩০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে৷

ফটোগ্রাফির জন্য, Vivo Y200 Pro ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহায়ক ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ভিভো ওয়াই২০০ প্রো সম্ভবত শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আশা করা যায়, কোম্পানির তরফে আগামী দিনে Vivo Y200 Pro সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করবে।