আসছে ভিভোর নয়া স্মার্টফোন Vivo Y200i, দাম, ছবি থেকে শুরু করে সমস্ত ফিচার্স ফাঁস

Published on:

Vivo Y200i Price

ভিভো গত বছর অক্টোবর মাসে তাদের Vivo Y200 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। ব্র্যান্ডটি বর্তমানে একই সিরিজের অধীনে নতুন Vivo Y200i মডেলটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। স্মার্টফোনটি এখন চায়না টেলিকম (China Telecom)-এর ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা ডিজাইন এবং স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম পর্যন্ত সবকিছুই প্রকাশ করেছে। চলুন তাহলে Vivo Y200i কি কি অফার করতে চলেছে, জেনে নেওয়া যাক।

Vivo Y200i-এর দাম, ডিজাইন, ও স্পেসিফিকেশন ফাঁস

V2354A মডেল নম্বর ভিভো ওয়াই200আই ফোনটি চায়না টেলিকমের প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এর লিস্টিং অনুযায়ী, হ্যান্ডসেটটিতে 2,408 x 1,080 পিক্সেল রেজোলিউশন সহ বড় 6.72 ইঞ্চির ডিসপ্লে থাকবে। যদিও সঠিক ডিসপ্লে প্রযুক্তি নিশ্চিত করা হয়নি, তবে প্রাইস পয়েন্ট বিবেচনা করে এটি এলসিডি প্যানেল হবে বলেই মনে করা হচ্ছে। ফোনটির পরিমাপ 165.70 x 76.00 x 7.99 মিলিমিটার এবং ওজন 199 গ্রাম হবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর ভিভো ওয়াই200আই-কে শক্তি জোগাবে, যা স্ট্যান্ডার্ড ভিভো ওয়াই200-এ ব্যবহৃত 4 জেন 1 চিপের থেকেও শক্তিশালী। আসন্ন ভিভো ফোনটি তিনটি বিকল্পে বাজারে আসতে পারে – 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য, Vivo Y200i-এর রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। এর সেকেন্ডারি সেন্সরটির রেজোলিউশন 2 মেগাপিক্সেল হবে বলে মনে করা হচ্ছে, যা সম্ভবত ডেপ্থ শট ক্যাপচার করবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Vivo Y200i-এ বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি থাকবে এবং চার্জিংয়ের জন্য ফোনটিতে ইউএসবি-সি পোর্ট সাপোর্ট করবে। সংযোগের ক্ষেত্রে, Vivo Y200i ব্লুটুথ এবং ওয়াই-ফাইয়ের মতো স্ট্যান্ডার্ড বিকল্পগুলি অফার করবে। এই ফোনে ওয়্যার্ড অডিওর জন্য একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত থাকবে।

প্রসঙ্গত, চায়না টেলিকমের সাইটে Vivo Y200i উপস্থিতির পাশাপাশি, স্মার্টফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম এবং চায়না কম্পালসারি সার্টিফিকেশন সাইটেও হাজির হয়েছে। Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাথে এই ভিভো ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর রাউন্ডে 3,199 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 7,931 পয়েন্ট অর্জন করেছে। যেখানে, 3C লিস্টিংটি প্রকাশ করেছে যে, Vivo Y200i-এ 44 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

Vivo Y200i-এর মূল্য এবং লভ্যতা

Vivo Y200i-এর বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটির দাম 1799 ইউয়ান (প্রায় 21,150 টাকা) হবে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, 256 জিবি এবং 512G স্টোরেজ সহ 12 জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে 1899 ইউয়ান (প্রায় 22,310 টাকা) এবং 1999 ইউয়ান (প্রায় 23,480 টাকা)। তবে লঞ্চ হওয়ার সময় দামে কিছুটা ফারাক থাকতে পারে।

সঙ্গে থাকুন ➥