Vivo Y21G ডুয়েল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম 15 হাজার টাকার কম

Vivo Y12G আজ অর্থাৎ ৭ এপ্রিল ভারতে লঞ্চ হল।‌ ওয়াই সিরিজের নতুন এই ফোনটির দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কম। এই ফোনে পাওয়া যাবে ১৩…

Vivo Y12G আজ অর্থাৎ ৭ এপ্রিল ভারতে লঞ্চ হল।‌ ওয়াই সিরিজের নতুন এই ফোনটির দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কম। এই ফোনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার Vivo Y12G ফোনে ৪ জিবি র‌্যাম সহ ১ জিবি এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট করবে। এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে সহ আসা এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক এমটি৬৭৬৯ প্রসেসর। আসুন Vivo Y12G এর দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই১২জি এর দাম ও লভ্যতা (Vivo Y12G Price, Availability)

ভিভো ওয়াই২১জি ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯০ টাকা। ফোনটি ডায়মন্ড গ্লো ও মিডনাইট ব্লু কালারে পাওয়া যাবে। ভিভো রিটেল স্টোর থেকে ফোনটি কেনা যাবে।

ভিভো ওয়াই১২জি এর স্পেসিফিকেশন (Vivo Y12G Specifications)

ডুয়েল সিমের ভিভো ওয়াই১২জি ফোনে আছে ৬.৫১ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এমটি৬৭৬৯ প্রসেসর। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ভিভো ওয়াই১২জি ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। এতে ১ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y12G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y12G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। Vivo Y12G অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওএস ১১.১ কাস্টম স্কিনে রান করবে।