16MP সেলফি ক্যামেরা ও 44W ফাস্ট চার্জিং Vivo-র নয়া স্মার্টফোনে, লঞ্চের আগে হাজির গিকবেঞ্চে

গত মাসে Y-সিরিজের অধীনে Vivo Y35m এবং Y78 লঞ্চের পর, ভিভো এখন Vivo Y27 নামে আরেকটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। যা…

গত মাসে Y-সিরিজের অধীনে Vivo Y35m এবং Y78 লঞ্চের পর, ভিভো এখন Vivo Y27 নামে আরেকটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। যা এনসিসি এবং ইইসি সার্টিফিকেশন সাইটের পাশাপাশি ইতিমধ্যেই গুগল প্লে কনসোলে হাজির হয়েছে। যেখান থেকে ফোনটির নানা স্পেসিফিকেশন সামনে এসেছে। আর এখন তার পারফরম্যান্সের ধারণা দিয়ে Vivo Y27 গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে। এই বেঞ্চমার্ক লিস্টিং থেকে কি কি তথ্য প্রকাশ হল, তা জেনে নেওয়া যাক।

Vivo Y27 লঞ্চের আগে Geekbench সাইটে হাজির

V2248 মডেল নম্বর সহ ভিভো ওয়াই২৭ স্মার্টফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে হাজির হয়েছে। লিস্টিং অনুযায়ী, ডিভাইসটিতে ২ গিগাহার্টজ বেস ক্লক স্পিড এবং ২.২ গিগাহার্টজের বুস্ট ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে। যা মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬০২০ প্রসেসরের দিকে ইঙ্গিত করছে। এছাড়াও তালিকায় উল্লেখ করা হয়েছে যে, ভিভোর এই ফোনটি ৮ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ভিভো ওয়াই২৭ গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর টেস্টে ৫৯৫ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৭৭০ পয়েন্ট অর্জন করেছে। এছাড়া গিকবেঞ্চ থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফৎ ওয়াই২৭ সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হয়েছে।

প্রকাশ্যে আসা স্পেসিফিকেশনের ওপর ভিত্তি করে অনুমান, Vivo Y27 5G ফোনটি মে মাসে লঞ্চ হওয়া Vivo Y36 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। সে ক্ষেত্রে Y27 5G ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে আসবে৷ ফটোগ্রাফির জন্য, এই হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সমন্বিত ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে।

অন্যদিকে, সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Y27 5G-তে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা যায়।