Vivo Y27s: ভিভো 256 জিবি স্টোরেজের সবচেয়ে সস্তা ফোন লঞ্চ করল, দাম শুনলে কিনতে ছুটবেন

ভিভো (Vivo) একটি নতুন Y-সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এটি Vivo Y27 (4G) এবং Vivo Y27 5G সমন্বিত Y27 সিরিজের নয়া সংযোজন। ব্র্যান্ডের এই নবাগত ফোনটির…

ভিভো (Vivo) একটি নতুন Y-সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এটি Vivo Y27 (4G) এবং Vivo Y27 5G সমন্বিত Y27 সিরিজের নয়া সংযোজন। ব্র্যান্ডের এই নবাগত ফোনটির নাম Vivo Y27s। অন্যান্য দুটি Y27 মডেলের তুলনায় বেশ কিছু পার্থক্য রয়েছে এতে। Vivo Y27s ফুলএইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, Qualcomm Snapdragon 680 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন এই নয়া ভিভো ফোনটির দাম, ফিচার এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo Y27s-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ভিভো ওয়াই২৭এস ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৪ ইঞ্চির সেন্টার্ড পাঞ্চ-হোল ডিসপ্লে সহ এসেছে। ফোনের ডান প্রান্তে অবস্থিত পাওয়ার বাটনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। স্মার্টফোনের রিয়ার প্যানেলে একটি বর্গাকার ক্যামেরা মডিউলও বর্তমান। এটি আইপি৫৪-রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী রেটিং প্রাপ্ত।

পারফরম্যান্সের জন্য, ভিভো ওয়াই২৭এস কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের সাথে এসেছে। ডিভাইসটিকে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে অফার করা হয়েছে। তবে, অতিরিক্ত স্টোরেজের জন্য এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও বিদ্যমান। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y27s-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y27s-এ ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হয়েছে।

Vivo Y27s-এর দাম এবং লভ্যতা

ইন্দোনেশিয়াতে লঞ্চ হওয়া Vivo Y27s স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৩,৯৯,০০০ ইন্দোনেশীয় রুপিয়াহ (প্রায় ১২,৭৬০ টাকা) এবং উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের মূল্য ২৭,৯৯,০০০ ইন্দোনেশীয় রুপিয়াহ (প্রায় ১৪,৮৯০ টাকা)। বাজারে এত কমে ২৫৬ জিবি স্টোরেজের কোনও হ্যান্ডসেট নেই বললেই চলে। ফোনটি বার্গেন্ডি ব্ল্যাক এবং গার্ডেন গ্রিন কালারে পাওয়া যাবে। এটি ভারতের বাজারে কবে আসবে, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।