Vivo y28s 5g Google Play console certification reveals design and key specs

Vivo Y28s 5G নজরকাড়া ডিজাইনের সঙ্গে শীঘ্রই লঞ্চ হচ্ছে, স্পেসিফিকেশন দেখে নিন

ভিভো একটি নতুন Y-সিরিজ স্মার্টফোনের ওপর বর্তমানে কাজ করছে, এর নাম Vivo Y28s 5G। আসন্ন ডিভাইসটিকে এখন V2346 মডেল নম্বর সহ গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। লিস্টিংটি ফোনের নাম নিশ্চিত করেছে। এর আগে, Vivo Y28s 5G ফোনটিকে গিকবেঞ্চ (Geekbench), ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং সিকিউসি (CQC) সার্টফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। গুগল প্লে কনসোলের লিস্টিংটি ফোনটির কিছু বৈশিষ্ট্যের সাথে এর ডিজাইনও প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Vivo Y28s 5G হাজির হল Google Play Console সার্টিফিকেশন সাইটে

গুগল প্লে কনসোল সার্টিফিকেশনে প্লেসহোল্ডার রেন্ডার অনুসারে, ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট যুক্ত ডিসপ্লে এবং চওড়া বেজেল সহ আসবে। হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে কার্ভড এজ সহ একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড থাকবে। রেন্ডারে স্মার্টফোনটিকে গ্রেডিয়েন্ট ডিজাইন সহ একটি পিঙ্ক কালের অপশনে দেখা গেছে।

https://techgup.com/mobiles/vivo-y28s-5g-google-play-console-certification-reveals-design-and-key-specs/
Vivo Y28S 5G নজরকাড়া ডিজাইনের সঙ্গে শীঘ্রই লঞ্চ হচ্ছে, স্পেসিফিকেশন দেখে নিন

ভিভো ওয়াই২৮এস ৫জি গুগল প্লে কনসোলে সার্টিফিকেশনে একটি MediaTek MT6835 চিপসেট সহ তালিকাভুক্ত হয়েছে। এতে গ্রাফিক্সের জন্য মালি জি৫৭ জিপিইউ সহ ২.২ জিগাহার্টজ ক্লক স্পিডের দুটি এ৭৬ কোর এবং একটি ২ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি এ৫৫ কোর রয়েছে। এই বিবরণগুলি নির্দেশ দেয় যে ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসরের সাথে আসবে। আসন্ন ভিভো ফোনটি ৪ জিবি র‍্যাম অফার করবে বলে উল্লেখ করা হয়েছে, তবে লঞ্চের সময় এর আরও বিকল্প বাজারে আসবে বলে আশা করা যায়। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ভিভো ওয়াই২৮এস ৫জি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে।

সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী, Vivo Y28s 5G ফোনটি ৭২০ x ১,৬১২ পিক্সেলের ডিসপ্লে রেজোলিউশন এবং ৩০০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি অফার করবে। তবে, এর বেশি তথ্য গুগল প্লে কনসোল থেকে জানা যায়নি। এদিকে, গিকবেঞ্চ ডেটাবেস প্রকাশ করেছে যে Vivo Y28s 5G হ্যান্ডসেটটি ৮ জিবি র‍্যাম সহ আসবে। অন্যদিকে, সিকিউসি সার্টিফিকেশন থেকে জানা গেছে যে, Vivo Y28s 5G ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, ডিভাইসটিকে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ এনসিসি সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও দেখা গেছে। ডিভাইসটি এনবিটিসি (NBTC) সার্টিফিকেশনও লাভ করেছে। যেহেতু একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে, তাই মনে করা হচ্ছে যে Vivo Y28s 5G খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে পারে।