Vivo Y28s 5G with Mediatek Dimensity Chipset Spotted on Geekbench

Vivo Y28s ফোন Geekbench বেঞ্চমার্ক সাইটে লিস্টেড হল, মধ্যবিত্তের বাজেটে শীঘ্রই লঞ্চ

ভিভো শীঘ্রই তাদের Y সিরিজে একটি নতুন মডেল সংযোজন করতে চলেছে, যার নাম Vivo Y28s 5G। আসন্ন এই ফোনটিকে এর আগে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে দেখা গিয়েছিল। আর এখন, Vivo Y28s ফোনটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে যা যথারীতি এর কিছু মূল বৈশিষ্ট্যও প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Vivo Y28s 5G ফোনটিকে দেখা গেল Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে

V2346 মডেল নম্বর সহ ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এটি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট, কেননা একই ডিভাইসকে জিসিএফ (GCF) সার্টিফিকেশনেও দেখা গেছে। ভিভো ওয়াই২৮এস Geekbench 6.3.0 বেঞ্চমার্ক টেস্টের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ৫৯৯ এবং ১,৭০৭ পয়েন্ট স্কোর করেছে।

গিকবেঞ্চ থেকে জানা গেছে যে, ভিভো ওয়াই২৮এস ৫জি হ্যান্ডসেটটিতে k6835v2_64 কোডনেমের মাদারবোর্ড, দুটি পারফরম্যান্স কোর, ছয়টি এফিসিয়েন্সি কোর এবং একটি মালি জি৫৭ জিপিইউ সহ অক্টা-কোর প্রসেসর থাকবে৷ এটি নির্দেশ দেয় যে ভিভো ওয়াই২৮এস হয় মিডিয়াটেক ডাইমেনসিটি ৬,৩০০ বা ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসরে চলবে।

Vivo Y28s 5G ফোনের বেঞ্চমার্ক লিস্টিংটি এও প্রকাশ করেছে যে, হ্যান্ডসেটটি ৮ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৪ ওএস সহ আসবে। তবে আশা করা যায়, এটি অন্যান্য মেমরি ভ্যারিয়েন্টেও লঞ্চ হবে। Vivo Y28s ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন অর্জন করেছে, অর্থাৎ এটি ভারতেও আত্মপ্রকাশ করবে।

এখনও পর্যন্ত, আসন্ন Vivo Y28s 5G সম্পর্কে এতটুকুই জানা গেছে। তবে, আশা করা যায় যে এটি লঞ্চ হওয়ার আগে আগামী দিনগুলিতে অন্যান্য সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতেও প্রদর্শিত হবে, যা ডিভাইসটির বিষয়ে আরও তথ্য প্রকাশ করতে পারে।