Vivo y28s full specifications leaked ahead of launch

লঞ্চের আগেই ফাঁস Vivo Y28s 5G ফোনের সম্পূর্ণ ফিচার্স, থাকছে র‍্যাম বাড়ানোর সুবিধা

ভিভো শীঘ্রই বাজারে নিয়ে চলেছে তাদের Y সিরিজের পরবর্তী স্মার্টফোন, Vivo Y28s 5G। সম্প্রতি ফোনটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা এর কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে। আর এখন, এক টিপস্টার ডিভাইসটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছেন। কি কি অফার করতে চলেছে Vivo Y28s 5G, আসুন দেখে নেওয়া যাক।

Vivo Y28s 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার পারস গুগলানি দাবি করেছেন যে, ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে। যদিও স্ক্রিন রেজোলিউশনটি নিশ্চিত করা হয়নি, তবে এটি সম্ভবত ভিভো ওয়াই২৮-এর মতো হবে, যা এইচডি+ (৭২০ x ১,৬১২ পিক্সেল) প্যানেল অফার করে।

ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসরে চলবে বলে শোনা যাচ্ছে, এটি দুটি র‍্যাম বিকল্পে উপলব্ধ হবে – ৬ জিবি এবং ৮ জিবি। এতে ভিভোর এক্সটেন্ডেড র‌্যাম প্রযুক্তিও অন্তর্ভুক্ত থাকবে, যা র‌্যাম ক্ষমতা বাড়ানোর জন্য স্টোরেজ ব্যবহার করে। হ্যান্ডসেটটিতে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ মিলবে। ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উপস্থিত থাকবে, যা সম্ভবত একটি সেকেন্ডারি ডেপ্থ সেন্সরের সাথে যুক্ত হবে। এছাড়া, ফোনের সামনের একটি ৮ মেগাপিক্সেলের লেন্স দেখা যাবে, যা ভিডিও কল এবং সেলফির জন্য যথেষ্ট উপযুক্ত।

ডিজাইনের ক্ষেত্রে, Vivo Y28s 5G ফোনে ফ্ল্যাট ফ্রেম এবং পিছনে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। এই হ্যান্ডসেটটি দুটি কালারে আসবে – মোকা ব্রাউন এবং টুইঙ্কলিং পার্পল। ফোনটির উচ্চতা হল ১৬৩.৬৩ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৭৫.৫৮ মিলিমিটার। এই হ্যান্ডসেটের মোকা ব্রাউন সংস্করণটি ৮.৫৩ মিলিমিটার পুরু, যেখানে টুইঙ্কলিং পার্পল মডেল ৮.৩৯ মিলিমিটারের সাথে আরও কিছুটা পাতলা। উভয় সংস্করণের ওজন ১৮৫ গ্রাম হবে।

Vivo Y28s 5G-তে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিংও থাকবে। ফোনটি বর্ধিত অডিও এক্সপেরিয়েন্সের জন্য ১৫০% ভলিউম বুস্ট এবং একটি ফটো গোপনীয়তা সুরক্ষা ফিচার অফার করবে, যার দ্বারা ব্যবহারকারীরা তাদের ছবিগুলির ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারবেন। ফোনটির অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে স্টোরেজ সম্প্রসারণের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া, Vivo Y28s 5G ফোনের রিটেইল বক্সে একটি প্রোটেক্টিভ কেস, একটি টাইপ-সি কেবল, একটি সিম ইজেক্টর টুল, একটি প্রি-ইনস্টল করা স্ক্রিন প্রটেক্টর, একটি কুইক স্টার্ট গাইড এবং একটি ওয়ারেন্টি কার্ড থাকবে। উল্লেখযোগ্যভাবে, বক্সের ভিতরে কোনও অ্যাডাপ্টারের উল্লেখ নেই।