Vivo Y35 কুড়ি হাজার টাকার কমে 16GB RAM সহ লঞ্চ হল, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

প্রত্যাশামতো আজ ভারতের বাজারে আত্মপ্রকাশ করলো Vivo Y35। চলতি মাসের শুরুতে ফোনটি কয়েকটি দেশে উন্মোচন করা হলেও, ভারতের আজ পা রাখলো। Vivo তাদের এই লেটেস্ট 4G হ্যান্ডসেটটিকে এদেশে বাজেট-সেগমেন্টের অধীনে লঞ্চ করেছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ LCD ডিসপ্লে সহ এসেছে। এছাড়া Vivo Y35 ৮ জিবি র‌্যাম, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং অফার করবে । সর্বোপরি, এই মডেলে ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম ফিচার বিদ্যমান। চলুন সদ্য আগত Vivo Y35 স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই৩৫ -এর দাম ও লভ্যতা (Vivo Y35 price and availability)

ভারতে, ভিভো ওয়াই৩৫ স্মার্টফোনের দাম ১৮,৪৯৯ টাকা রাখা হয়েছে। এই বিক্রয় মূল্য ফোনটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের জন্য বরাদ্দ করা হয়েছে। লভ্যতার কথা বললে, একে ভিভো ইন্ডিয়ার ই-স্টোর সহ যাবতীয় পার্টনার রিটেল স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ করা হবে। আলোচ্য মডেলটি দুটি আকর্ষণীয় কালার বিকল্পে এসেছে, যথা অ্যাগেট ব্ল্যাক এবং ডন গোল্ড।

প্রসঙ্গত এক্সক্লুসিভ অফারের অংশ হিসাবে ভিভো, এই লেটেস্ট Y-সিরিজ অন্তর্গত হ্যান্ডসেটকে ICICI / SBI / Kotak ব্যাঙ্কের কার্ড অথবা OneCard ব্যবহার কিনলে ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। যদিও এই অফারটি ৩০শে সেপ্টেম্বর পর্যন্তই বৈধ থাকবে।

ভিভো ওয়াই৩৫ -এর ফিচার ও স্পেসিফিকেশন (Vivo Y35 features and specifications)

সদ্য লঞ্চের মুখ দেখা ভিভো ওয়াই৩৫ স্মার্টফোনকে ক্লাসি ডিজাইন এবং ২.৫ডি (2.5D) প্লাস্টিক বডি মেটেরিয়াল সহ নিয়ে আসা হয়েছে। এতে একটি ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০৮×১০৮০ পিক্সেল) LCD মাল্টি-টাচ ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য উক্ত ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ (SDM680) প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। এটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। যদিও সংস্থার বিবৃতি অনুসারে, ফোনটি অতিরিক্তভাবে আরো ৮ জিবি এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট করে। অর্থাৎ মোট ১৬ জিবি র‌্যাম ব্যবহার করা যাবে এই ডিভাইসে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বর্ধনশীল।

ফটোগ্রাফির জন্য, Vivo Y35 স্মার্টফোনে LED ফ্ল্যাশ লাইট সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও EIS সমর্থন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আবার ডিভাইসের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.০) উপস্থিত থাকছে। ফোনটির ক্যামেরা – নাইট ফটোগ্রাফি, পোট্রেট মোড, ডাবল এক্সপোজার, স্লো-মোশন লাইভ ফটো এবং টাইম ল্যাপস -এর মতো ফটোগ্রাফি ফিচারগুলি সাপোর্ট করে।

ভিভোর এই লেটেস্ট স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য – ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০, দুটি ন্যানো সিম স্লট, একটি মাইক্রো এসডি কার্ড স্লট, জিপিএস, গ্লোনাস (Glonass), OTG, এফএম রেডিও এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। অন্যদিকে সেন্সর হিসাবে এতে – অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, ই-কম্পাস, জাইরোস্কোপ এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর পাওয়া যাবে। নিরাপত্তার জন্য এই হ্যান্ডসেটে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার মিলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y35 স্মার্টফোনে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। পরিশেষে, এর পরিমাপ ১৬৪.৩×৭৬.১×৮.২৮ মিমি এবং ওজন ১৮৮ গ্রাম।