২০ হাজার টাকার লঞ্চ হল Vivo Y71t, রয়েছে ১২ জিবি র‌্যাম ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

Vivo তাদের Y সিরিজে নতুন স্মার্টফোন, Vivo Y71t আজ ঘরেলু মার্কেটে লঞ্চ করল। এই ফোনের দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কাছাকাছি। এই ফোনটি বড়…

Vivo তাদের Y সিরিজে নতুন স্মার্টফোন, Vivo Y71t আজ ঘরেলু মার্কেটে লঞ্চ করল। এই ফোনের দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কাছাকাছি। এই ফোনটি বড় অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে, যাতে ওয়ারড্রপ-স্টাইল নচ ডিজাইন দেখা যাবে। এছাড়া Vivo Y71t ফোনে পাওয়া যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আবার এতে ফাইভ-লেয়ার লিকুইড কুলিং সিস্টেম এবং ৯৮% DCI-P3 ওয়াইড কালার গ্যামেট টাচস্ক্রিন মিলবে। Vivo Y71t দুটি স্টোরেজ ও কালার ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। আসুন এই স্মার্টফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y71t দাম

ভিভো ওয়াই৭১টি স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ১,৭৯৯ ইউয়ান, যা প্রায় ২১,০০০ টাকার সমান। এই দাম ফোনটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৯৯৯ ইউয়ান, যা প্রায় ২৩,৪০০ টাকার সমান। ফোনটি মিরাজ এবং মিডনাইট ব্লু কালারে পাওয়া যাবে। বর্তমানে এটি চিনে লঞ্চ হয়েছে। তবে ফোনটির আন্তর্জাতিক লভ্যতা সম্পর্কে এখনো কিছু ঘোষণা করা হয়নি।

Vivo Y71t স্পেসিফিকেশন, ফিচার

ডুয়েল সিমের (ন্যানো) ভিভো ওয়াই৭১টি স্মার্টফোনে একটি ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে, ২০:৯ এসপেক্ট রেশিও, ৯৮% DCI-P3 ওয়াইড কালার গ্যামেট এবং ৯০.১% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করবে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ভিভো ওয়াই৭১টি ফোনে থাকছে মালি জি৫৭ জিপিইউ সমেত অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অরিজিনওএস ১.০ ভার্সনে রান করবে। ফোনটি ৮ জিবি LDRR4 র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। শুধু তাই নয়, এই ফোন ৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল এক্সপেন্ডেড র‍্যাম (৮+৪=১২ জিবি) সাপোর্ট করবে।

Vivo Y71t ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৭৯) এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স (অ্যাপারচার : এফ/২.২)। একই সাথে, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.০)।

ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, 5G, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.১, জিপিএস / এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এছাড়া, থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y71t স্মার্টফোনে ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ফুল চার্জে ১৪.৫ ঘন্টা পর্যন্ত টকটাইম অফার করবে। এই ব্যাটারির সঙ্গে ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। আগেই জানিয়েছি, ভিভোর উক্ত স্মার্টফোন দুটি কালার ভ্যারিয়েন্ট সহ এসেছে। যার মধ্যে, মিডনাইট ব্লু কালার ভ্যারিয়েন্টের পরিমাপ ১৬০.৬৩x৭৩.৯১x৭.৬৭ মিমি এবং ওজন ১৬৬.৩ গ্রাম। আর, মিরাজ শেডের ভ্যারিয়েন্টের পরিমাপ ১৬০.৬৩x৭৩.৯১x৭.৭৯ মিমি এবং ওজন ১৬৭.৯ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন