৩ হাজার টাকা দাম কমলো Vivo V20 এর, এখন পাবেন এত সস্তায়

আগামী মাসেই ভারতে আসছে Vivo V21 সিরিজ। তবে তার আগেই দাম কমলো এর পূর্বসূরি Vivo V20 ফোনটির। গত অক্টোবরে এই ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল। যার দাম শুরু হয়েছিল ২৪,৯৯০ টাকা থেকে। তবে এখনও থেকে ভিভো ভি২০ আরও ৩,০০০ টাকা সস্তায় পাওয়া যাবে। মুম্বাইয়ের মহেশ টেলিকম আজ এই ফোনটির দাম কমার বিষয় প্রকাশ্যে এনেছে। Vivo V20 ফোনে আছে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও আরও অনেক আকর্ষণীয় ফিচার।

Vivo V20 এর নতুন দাম

মহেশ টেলিকম জানিয়েছে, ভারতে এখন থেকে ভিভো ভি২০ ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ২২,৯৯০ টাকায় পাওয়া যাবে। এই ভ্যারিয়েন্টের আগে দাম ছিল ২৪,৯৯০ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে ২৪,৯৯০ টাকা। যা আগে ছিল ২৭,৯৯০ টাকা।

আমরা ইতিমধ্যেই নতুন দামে Vivo V20 কে Amazon-এ খুঁজে পেয়েছি। এখানে ক্লিক করে ফোনটি কিনতে পারবেন।

Vivo V20 এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের ভিভো ভি ২০ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড FunTouchOS ১১ ইন্টারফেসে চলে। এই ফোনে আছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) S-AMOLED ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। ফোনটিতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। যার সাথে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জার ২.০ সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Vivo V20 ফোনের সামনে ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।  এই ক্যামেরায় সুপার নাইট সেলফি, স্লো মো সেলফি, ৪কে সেলফি প্রভৃতি ফিচার আছে। আবার পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে এফ/১.৮৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ২ মনো ক্যামেরা উপস্থিত।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন