কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 64MP নো-শেক ক্যামেরার সঙ্গে দারুণ স্মার্টফোন আনল Vivo

Vivo Y78 5G চীনের সীমানা পেরিয়ে এবার গ্লোবাল মার্কেটে পা রাখল। স্মার্টফোনটি সিঙ্গাপুরে আত্মপ্রকাশ করেছে। চীনে লঞ্চ হওয়া মডেলটিতে MediaTek Dimensity 7020 প্রসেসর এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৪ ইঞ্চির ডিসপ্লে থাকলেও, গ্লোবাল ভ্যারিয়েন্টে Qualcomm Snapdragon 695 চিপসেট এবং ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্ল রয়েছে। এছাড়াও, সিঙ্গাপুরে লঞ্চ হওয়া মডেলে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরার পরিবর্তে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা উপলব্ধ। আসুন তাহলে Vivo Y78 5G-এর গ্লোবাল মডেলটির দাম, সকল স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo Y78 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

লেটেস্ট ভিভো ওয়াই৭৮ ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ রেজোলিউশন এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য, নতুন ভিভো ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট যুক্ত রয়েছে। সফ্টওয়্যার বিভাগে, ভিভো ওয়াই৭৮ ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচওএস ১৩ (FuntouchOS 13) ইউজার ইন্টারফেসে রান করে।

ক্যামেরাগুলির ক্ষেত্রে, গ্লোবাল ভিভো ওয়াই৭৮ ৫জি-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর এই সেটআপে এফ/১.৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি ম্যাক্রো এবং ডেপ্থ ফটোগ্রাফির জন্য দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর বর্তমান। আর ফোনের সামনে, একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y78 5G-এর গ্লোবাল সংস্করণটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ভিভো এই ফোনের সাথেই ৪৪ ওয়াটের চার্জারটি সরবরাহ করবে। নিরাপত্তার জন্য, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। প্লাস্টিক দ্বারা নির্মিত Vivo Y78 5G-এর পরিমাপ ১৬৪.৩ x ৭৪.৮ x ৭.৯ মিলিমিটার এবং ওজন ১৭৭ গ্রাম। স্মার্টফোনটিতে জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) ইনগ্রেস সুরক্ষা রেটিংও রয়েছে।

Vivo Y78 5G মূল্য ও লভ্যতা

ভিভো এখনও সিঙ্গাপুরে নতুন Y78 5G-এর মূল্য ঘোষণা করেনি। তবে, ফোনটি খুব শীঘ্রই বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে এবং শীঘ্রই এর দাম জানতে পারা যাবে। সিঙ্গাপুরে Vivo Y78 5G-এর গ্লোবাল মডেলটি ড্রিমি গোল্ড এবং ফ্লেয়ার ব্ল্যাক কালার অপশনে বেছে নেওয়া যাবে। উল্লেখ্য, চীনে স্মার্টফোনটি ব্ল্যাক, জেড পোরসেলিন ব্লু এবং ফিনিক্স ফেদার গোল্ড কালারে পাওয়া যাচ্ছে।