Vivo Y78+ 5G বাজেটের মধ্যে লঞ্চ হল, কার্ভড এজ ডিসপ্লে সহ রয়েছে OIS 50 মেগাপিক্সেল ক্যামেরা

Vivo Y78+ 5G ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫৯৯ ইউয়ান, যা প্রায় ১৯,০০০ টাকার সমান

Vivo Y78+ 5G আজ চীনে লঞ্চ হল। এটি ওয়াই সিরিজের প্রথম ফোন, যেখানে কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এই হ্যান্ডসেটে পাওয়া যাবে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ সিরিজ প্রসেসর ও ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট। আর Vivo Y78 এর উত্তরসূরী হিসেবে আসা এই নয়া ফোন তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। আসুন Vivo Y78+ 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই৭৮প্লাস ৫জি-এর দাম (Vivo Y78+ 5G Price)

Vivo Y78+ 5G ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫৯৯ ইউয়ান, যা প্রায় ১৯,০০০ টাকার সমান। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২১,৪০০ টাকা) ও ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৮০০ টাকা)। এটি তিনটি কালারে এসেছে – মুন শ্যাডো ব্ল্যাক, ওয়ার্ম সান গোল্ড ও স্কাই ব্লু। আগামী ২৬ এপ্রিল থেকে ফোনটির সেল শুরু হবে। হ্যান্ডসেটটি অন্যান্য মার্কেটে কবে আসবে তা এখনও জানা যায়নি।

Vivo Y78+ 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই৭৮প্লাস ৫জি ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০ শতাংশ কালার গ্যামেট ও ৮০০০০০০:১ কনট্রাস্ট রেশিও সাপোর্ট করবে। হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। আর এটি ১২ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে। ভিভো ওয়াই৭৮প্লাস ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩ কাস্টম স্কিনে চলবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ভিভো ওয়াই৭৮প্লাস ৫জি ডিভাইসে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Vivo Y78+ 5G ফোনের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি অডিও জ্যাক সাপোর্ট। এর ওজন ১৭৭ গ্রাম।