৩০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ WeCool Moonwalk M2 ENC ইয়ারফোন ভারতে লঞ্চ হল

ভারতে আত্মপ্রকাশ করল WeCool Moonwalk M2 ENC ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন। পাঞ্চি বেস এবং মনোরম কলিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এতে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন…

ভারতে আত্মপ্রকাশ করল WeCool Moonwalk M2 ENC ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন। পাঞ্চি বেস এবং মনোরম কলিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এতে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার। এছাড়া ইয়ারফোনটিতে একটি নির্দিষ্ট গেমিং মোড এবং এর উভয় বাডে টাচ কন্ট্রোল উপলব্ধ। পাশাপাশি হালকা ওজনের এই ইয়ারফোনে দেওয়া হয়েছে এরগনমিক ডিজাইন। এখানে জানিয়ে রাখি, আগামী কয়েক মাসের মধ্যেই ট্রু ওয়ারলেস ইয়ারফোন সিরিজের অধীনে আরো কিছু নতুন ইয়ারফোন আনতে চলেছে সংস্থাটি। চলুন এবার WeCool Moonwalk M2 ENC ইয়ারফোনের দাম, এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

WeCool Moonwalk M2 ENC ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতে উইকুল মুনওয়াক এম২ ইএনসি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৫৯৯ টাকা। কেবলমাত্র ব্ল্যাক কালার অপশনে ই-কমার্স সাইট অ্যামাজনে উপলব্ধ নতুন ইয়ারফোনটি।

WeCool Moonwalk M2 ENC ইয়ারফোনের স্পেসিফিকেশন

হালকা ওজনের এরগনমিক ডিজাইনের সাথে আসা উইকুল মুনওয়াক এম২ ইএনসি সহজেই কানে আটকে থাকবে। এতে ব্যবহৃত হয়েছে একটি ১০ এমএম ডাইনামিক ড্রাইভার এবং কল, ভলিউম ও মিউজিক নিয়ন্ত্রণ করার জন্য টাচ কন্ট্রোল। তাছাড়া ইয়ারফোনটি একটি বর্গক্ষেত্রকার কেসের সাথে এসেছে, যাতে রয়েছে এলইডি ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেটর। আবার এই নতুন ইয়ারফোনে উপস্থিত একটি নির্দিষ্ট গেমিং মোড, যাকে এর যেকোনো এয়ারপড থেকে লং প্রেসিংয়ের মাধ্যমে এক্টিভেট করা যাবে। ভয়েস কম্যান্ডের মাধ্যমে ইয়ারফোনটি চালনা করার জন্য এতে গুগল এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

অন্যদিকে, উইকুল মুনওয়াক এম২ ইএনসি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার। ব্যবহারকারীকে ক্লিয়ার কলিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এটি বাইরের যে কোনো অবাঞ্ছিত আওয়াজকে ফিল্টার করতে সক্ষম।

তদুপরি কানেক্টিভিটির জন্য এতে আছে ব্লুটুথ ভি ৫.১ এবং কুইক পেয়ার টেকনোলজি। শুধু তাই নয়, জল থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি আইপি৫ রেটিংসহ এসেছে। সংস্থার দাবি, ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে WeCool Moonwalk M2 ENC ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটিকে চার্জ দেওয়া যাবে এবং এটি একটানা ৩২ ঘণ্টা প্লে টাইম অফার করবে (কেস সহ)। এর প্রত্যেকটি ইয়ারবাড ৮ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম।