First Smartphone: কেবল 3 ইঞ্চি ডিসপ্লে থাকলেও দাম 60 হাজার টাকা, প্রথম স্মার্টফোন সম্পর্কে জানুন

বর্তমানে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত গ্যাজেট হল স্মার্টফোন। যার বিকাশ এখন খুব দ্রুত গতিতে হচ্ছে। প্রায় প্রত্যেকদিনই নতুন স্মার্টফোন মডেল বাজারে আসছে। এখন ডুয়েল স্ক্রিনের ফোন…

বর্তমানে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত গ্যাজেট হল স্মার্টফোন। যার বিকাশ এখন খুব দ্রুত গতিতে হচ্ছে। প্রায় প্রত্যেকদিনই নতুন স্মার্টফোন মডেল বাজারে আসছে। এখন ডুয়েল স্ক্রিনের ফোন থেকে শুরু করে বিভিন্ন ফোল্ডেবল স্ক্রিনের স্মার্টফোনও বাজারে উপলব্ধ। কিন্তু আপনি কি জানেন বিশ্বের প্রথম স্মার্টফোন কোনটি আর সেটি দেখতেই বা কেমন ছিল? যদি না জেনে থাকেন তাহলে আসুন আজকে এই প্রতিবেদনে বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম সহ এর বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক।

স্টিভ জবস প্রথম iPhone মডেল লঞ্চ করে নিঃসন্দেহে আধুনিক স্মার্টফোনের ডিজাইনের ভিত্তি স্থাপন করেছিল। কিন্তু, ১৯৯২ সালে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (IBM) এমন একটি স্মার্টফোন লঞ্চ করেছিল, যার মধ্যে কম্পিউটারের বৈশিষ্ট্যগুলি উপস্থিত ছিল। আর এই এটি ছিল পৃথিবীর প্রথম স্মার্টফোন, যার নাম দেওয়া হয়েছিল IBM Simon। উল্লেখ্য, এই ডিভাইসটি বাজারে পৌঁছাতে ১৯৯৩ থেকে ১৯৯৪ পর্যন্ত সময় লেগেছিল। তবে অত্যাধিক দামী হওয়ায় এই স্মার্টফোনটি তেমন জনপ্রিয় হয়ে উঠতে পারে নি।

বর্তমানে স্মার্টফোন ভীষণ পাতলা এবং হালকা হয়ে থাকে। কিন্তু আইবিএম সায়মন-এর ওজন ৫১০ গ্রাম ছিল। পাশাপাশি এই ডিভাইসটি ছিল ১.৫ ইঞ্চি পুরু। লঞ্চের পর পৃথিবীর প্রথম স্মার্টফোনের প্রায় পঞ্চাশ হাজার ইউনিট বিক্রি করা হয়েছিল। কিন্তু অক্টোবর ১৯৯৫ এই ডিভাইসটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

এই ইটের আকারের ডিভাইসটিতে সবুজ রঙের ৩ ইঞ্চির টাচ স্ক্রিন উপস্থিত ছিল। আর এর দাম রাখা হয়েছিল ৮৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬০,০০০ টাকারও বেশি।

বেলসেলফ দ্বারা তৈরি এই ডিভাইসটিতে একটি কিপ্যাডও দেওয়া হয়েছিল। যার সাহায্যে ব্যবহারকারীরাতে চাইলে নোটও লিখতে পারতেন। পাশাপাশি এই স্মার্টফোনে ফ্যাক্স পাঠানো, ফ্যাক্স গ্রহণ, ম্যাপিং এবং স্প্রেডশিটের মতো ফিচার ছাড়াও গেমিং অপশনও উপস্থিত ছিল। রিপোর্ট অনুযায়ী এই ডিভাইসটি ১৬ ই আগস্ট ১৯৯৪-এ লঞ্চ করা হয়েছিল এবং পরবর্তীকালে ভারতীয় বাজারেও উপলব্ধ ছিল।