১২ মিনিটে চার্জ হওয়া এই 5G ফোনের দাম কমলো ৭ হাজার টাকা, রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

Xiaomi India তাদের ফ্যানদের জন্য ধামাকা অফার নিয়ে হাজির হল। এই অফারের লাভ উঠিয়ে আপনি ১৫ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাওয়া Xiaomi 11i Hypercharge অনেক কম দামে কিনতে পারবেন। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৩১,৯৯৯ টাকা। তবে ফোনটি এখন ২৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া HDFC ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা পাবেন অতিরিক্ত ৪,৫০০ টাকা ডিসকাউন্ট। এছাড়া যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে Xiaomi 11i Hypercharge কিনলে ৩,০০০ টাকা ছাড় দেওয়া হবে। ফলে প্রায় ২০,০০০ টাকায় এটি কেনা যাবে।

Xiaomi 11i Hypercharge স্পেসিফিকেশন ও ফিচার

সামনে দেখা যাবে ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। আর এই ডিসপ্লে ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১২০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।‌ সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

আর শাওমি ১১আই হাইপারচার্জ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ডুয়েল ISO সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (HM2), ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ৬এনএম ফেব্রিকেশন প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর।

সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এতে ১২০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট (বাক্সে থাকবে) সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে ১২ মিনিটে এই ব্যাটারি ০-১০০ চার্জ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *