সবচেয়ে সস্তা ৫জি ফোন Realme 8 5G আজ রাতে কেনার দারুন সুযোগ

ভারতের সবচেয়ে সস্তা ৫জি ফোন Realme 8 5G আজ আরও একবার ফ্ল্যাশ সেলে বিক্রির জন্য উপলব্ধ। এই ফোনের দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে। চলতি মাসেই এই ফোনটি ভারতে লঞ্চ হয়, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও রিয়েলমি ৮ ৫জি ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।

Realme 8 5G এর সেল ও দাম

আজ ই-কমার্স সাইট Flipkart ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিয়েলমি ৮ ৫জি এর সেল শুরু হবে। রাত ১২টা থেকে এই সেল শুরু হবে।

ভারতে Realme 8 5G এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৪,৯৯৯ টাকা। আবার ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফোনটি দুটি কালারে পাওয়া যাবে-  সুপারসনিক ব্ল্যাক ও সুপারসনিক ব্লু।

অফারের কথা বললে, HDFC ব্যাংকের মাস্টার ক্রেডিট কার্ড গ্রাহকরা প্রথম ট্রানজ্যাকশনে ১০ শতাংশ ছাড় পাবেন। আবার Bank of Baroda-র মাস্টার ডেবিট কার্ড গ্রাহকদের ক্ষেত্রেও এই অফার প্রযোজ্য।

Realme 8 5G এর স্পেসিফিকেশন

রিয়েলমি ৮ ৫জি হল মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসরের প্রথম ফোন। অক্টা কোর এই প্রসেসরের সাথে আছে ARM Mali-G57 জিপিইউ। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস-এ চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যাবে ১৮ ওয়াট কুইক চার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Realme 8 5G ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ডিসপ্লে সহ এসেছে। এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড আছে। ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল মনোক্রম পোর্ট্রেট লেন্স (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (এফ/২.৪)। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন