৫০ হাজার টাকার ফোন ১৫,৫০০ টাকায়, 5G চালু হতেই Xiaomi ফোনে মিলছে লোভনীয় অফার

Amazon Great Indian Festival Sale : আসন্ন দীপাবলিকে উপলক্ষ করে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon নিয়ে এসেছে Great Indian Festival Sale। আর এই সেলের অংশ হিসাবে বর্তমানে Xiaomi 11T Pro 5G স্মার্টফোনকে দুর্দান্ত ডিলের সাথে পাওয়া যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ! গত জানুয়ারি মাসে আগত এই 5G-এনাবল প্রিমিয়াম হ্যান্ডসেটকে এখন আপনারা যাবতীয় ডিসকাউন্ট ও প্রযোজ্য অফারের অধীনে অর্ধেকেরও কম দামে অর্থাৎ প্রায় ১৫,৫০০ টাকার বিনিময়ে বাড়ি নিয়ে আসতে পারবেন। অতএব ডিলটি যে অত্যন্ত লোভনীয় তা আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের মধ্যে যারা আগ্রহী Amazon Great Indian Festival Sale থেকে Xiaomi 11T Pro 5G স্মার্টফোনকে খরিদ করতে, তারা আমাদের এই প্রতিবেদন থেকে অফারগুলি দেখে নিন।

Amazon Great Indian Festival Sale -এ Xiaomi 11T Pro 5G স্মার্টফোনের সাথে এই অফার পাওয়া যাবে

শাওমি ১১টি প্রো ৫জি ফোনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৪৯,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনে চলমান সেলের অধীনে উক্ত মডেলটিকে ফ্লাট ৩০% ডিসকাউন্ট সহ মাত্র ৩৪,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

অন্যান্য অফারের কথা বললে, ফোনটির সাথে ১৮,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। যে সকল গ্রাহকেরা এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারবেন, তাদের খরচ করতে হবে কেবল ১৬,৯৯৯ টাকা। আবার, ICICI, Axis, বা Citi ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর মিলবে ১,২৫০ টাকার অতিরিক্ত ছাড়। ফলে উল্লেখিত প্রত্যেকটি অফারের ফায়দা তুলতে পারলে ৪৯,৯৯৯ টাকা মূল্যের এই ফোনটিকে নূন্যতম ১৫,৪৪৯ টাকায় নিজের নামে করতে পারবেন আপনারা।

প্রসঙ্গত, আপনারা যারা প্রযোজ্য এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে সক্ষম হবেন না, তারা যেকোনো ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৬,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। যারপর এই প্রিমিয়াম ফোনের দাম পড়বে ২৮,৯৯৯ টাকা। অতএব, অ্যামাজনের এই সেল থেকে শাওমি ১১টি প্রো ৫জি স্মার্টফোনটি কিনলে যেমন আপনাদের টাকা সাশ্রয় হবে, তেমনি সস্তায় প্রিমিয়াম হ্যান্ডসেট ব্যবহারের অভিজ্ঞতাও লাভ করতে পারবেন। এটি – সেলেশিয়াল ম্যাজিক, মেটাওরিট গ্রে, এবং মুনলাইট হোয়াইট কালারে উপলব্ধ।

Xiaomi 11T Pro 5G স্পেসিফিকেশন

শাওমি ১১টি প্রো ৫জি ফোনে আছে একটি ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ১০ বিট ট্রু কালার AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট, ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,০০০ নিটস পিক ব্রাইটনেস ও ডলবি ভিশন সাপোর্ট করে। আবার ডিসপ্লে স্ক্রিনকে সুরক্ষিত রাখার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য আলোচ্য ৫জি মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং এড্রেনো ৬৬০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। আবার স্টোরেজ হিসাবে এতে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 মেমরি বর্তমান। যদিও সংস্থার বিবৃতি অনুসারে, ডিভাইসটি ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 11T Pro 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং অটোফোকাস সমর্থিত ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো শুটার। এই রিয়ার ক্যামেরাগুলি – টাইম ল্যাপস, সিনেম্যাটিক ফিল্টার ও অডিও জুম সাপোর্ট করে। একই সাথে, ৩০fps রেটে ৮কে (8K) রেজোলিউশনে ভিডিও রেকর্ডিংও করতে সক্ষম। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে, যা সেলফি নাইট মোড সাপোর্ট করে।

ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। অন্যান্য বৈশিষ্ট্য হিসাবে এতে – হারমন কর্ডন টিউনড ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 11T Pro -তে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুযায়ী, এই ব্যাটারি ডিভাইসকে মাত্র ১৭ মিনিটে ফুল চার্জ করবে।