জোড়া দুঃসংবাদ, এই ফোন বাতিল করল Oppo, পিছিয়ে দিল অপর মডেলের লঞ্চ

গত সপ্তাহেই একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে ওপ্পো (Oppo) এবং ভিভো (Vivo) – উভয় সংস্থাই ফোল্ডেবল স্মার্টফোনের মার্কেট থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে। তবে সেই খবর সামনে আসতেই ওপ্পোর এক মুখপাত্র বিষয়টিকে অস্বীকার করেছেন। আর এখন, নতুন একটি রিপোর্টে বলা হয়েছে যে এই চীনা ব্র্যান্ডটি এই বছর অন্তত একটি ফোল্ডেবল ফোন বাজারে আনবে। তবে, সেটি পূর্ব পরিকল্পিত সময়সূচির চেয়ে অনেকটাই পরে লঞ্চ হবে।

Oppo-এর আসন্ন ফোল্ডেবল ফোনের লঞ্চ পিছিয়ে যেতে পারে

এক টিপস্টার তার এক্স (আগের টুইটার) পোস্টে জানিয়েছেন যে, ওপ্পো ফাইন্ড এন৫ ফ্লিপ-এর ডেভেলপমেন্ট আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে, ওপ্পো ফাইন্ড এন৫-এর লঞ্চ এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিক থেকে চতুর্থ ত্রৈমাসিক পর্যন্ত পিছিয়ে গেছে। টিপস্টার এই সিদ্ধান্তের পিছনে কারণ হিসাবে ফাইন্ড এন৩-এর কম চাহিদা এবং ওভারস্টককে দায়ী করেছেন।

এছাড়াও, গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্স তাদের রিপোর্টে বলেছে যে, ওপ্পো এবং ভিভো – উভয়ই ২০২৪ সালে ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন বাজারে না আনার ইঙ্গিত দিয়েছে। তবে, দুই ব্র্যান্ডের বুক-স্টাইলের অনুভূমিক ফোল্ডিং ফোনগুলি এ বছর লঞ্চ হতে পারে। গবেষণা সংস্থার মতে, ক্ল্যামশেল ভার্টিকাল ফোল্ডেবল হ্যান্ডসেটগুলি হাই কস্টের কারণে সরাসরি কোম্পানির লাভের ওপর প্রভাব ফেলছে। ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ গত বছর চীনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্ল্যামশেল ফোল্ডেবল হওয়া সত্ত্বেও এটি হয়েছে।

জানিয়ে রাখি, গত আগস্টে লঞ্চ হওয়া Oppo Find N3 Flip ক্রেতাদের পাশাপাশি সমালোচকদেরও মুগ্ধ করেছিল। ক্ল্যামশেল ফোল্ডেবল ফোন হিসেবে এটি সেরা ক্যামেরা সিস্টেম অফার করে। স্বাভাবিকভাবেই, এই বছর উত্তরসূরি মডেলের না আসার খবরটি অনুরাগীদের হতাশ করেছে। আশা করা যায়, কোম্পানি পরে এই লাইনআপটিকে আবার ফিরিয়ে আনবে। তবে এখনও পর্যন্ত, ওপ্পোর ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনের ভবিষ্যত অনিশ্চিত।

যদিও, ওপ্পোর বড় স্ক্রিনের অনুভূমিক ফোল্ডেবল স্মার্টফোনের অনুরাগীদের নিরাশ হওয়ার কোনও কারণ নেই, কেননা Oppo Find N5-এর লঞ্চ শুধুমাত্র বিলম্বিত হয়েছে, বাতিল করা হয়নি। অর্থাৎ, OnePlus Open 2-ও লঞ্চ হবে বলে আশা করা যায়, যা বিভিন্ন দেশে Oppo Find N5-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে উন্মোচিত হবে।