দেশে পাঁচ হাজারের বেশি ইভি চার্জার স্থাপনের দাবি করল Exicom, যে কোনও ধরনের বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়া যায়

ইলেকট্রিক ভেহিকেল (EV) চার্জিং স্টেশন প্রস্তুতকারী এক্সিকম (Exicom) সমগ্র ভারতে ৫ হাজারের বেশি চার্জার স্থাপনের কাজ শেষ করেছে বলে জানালো। দেশের ২০০টি শহরে চার্জারগুলি বসানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এই ৫,০০০+ চার্জিং স্টেশনের মধ্যে ৩,০০০টি হল এসি চার্জার এবং বাদবাকি ডিসি চার্জার। জানা গিয়েছে, এই কাজটি সম্পূর্ণ করতে এক্সিকমের চার বছর সময় লেগেছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে কেন্দ্রীয় সংস্থা EESL (এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেড)-এর ডাকা দরপত্রে অংশগ্রহণকারী ১০টি সংস্থার মধ্যে বিজয়ী হয় এক্সিকম। এরপরই তারা চার্জিং স্টেশন তৈরির কাজে হাত লাগায়। সংস্থার দাবি, বেশিরভাগ চার্জিং স্টেশনগুলি বাস ডিপো, জনবসতি পূর্ণ এলাকা, বিভিন্ন আবাসন এবং বাড়িতে বসানো হয়েছে। যেখান থেকে সমস্ত প্রকার ব্যাটারি চালিত চার চাকার গাড়ি এবং বাণিজ্যিক বৈদ্যুতিক যানবাহন চার্জ করানোর সুবিধা উপলব্ধ।

এই প্রসঙ্গে এক্সিকমের এমডি এবং সিইও অনন্ত নাহাতা (Anant Nahata) বলেন, “এই ৫,০০০-এর বেশি চার্জিং স্টেশন স্থাপনের মধ্য দিয়ে আগামী দিনে ভারতে ইভি চার্জিং নেটওয়ার্ক তৈরীর মতো বৃহত্তর কর্মযজ্ঞের ভিত্তিপ্রস্তর স্থাপন হল।” তিনি আরও বলেন, সংস্থাটি বর্তমানে সমস্ত শ্রেনীর মানুষ এমনকি কম উপার্জনকারী সম্প্রদায়ের মানুষও যাতে তাদের চার্জিং স্টেশন থেকে পরিষেবা পেতে পারে, তার গবেষণা কার্যে বিনিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা।

বর্তমানে সংস্থাটি গুরুগ্রামে ইভি চার্জার বসানোর কাজ করছে এবং পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩-এর মধ্যে একটি পরিবেশ বান্ধব কারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে৷ যাতে তাদের উৎপাদনের হার তিন গুণ বাড়ানো যায়। ভারতের বাজারের সাথে বিদেশেও যাতে ইভি চার্জার রফতানি করা যায় সে দিকেই নজর এক্সিকমের। পরবর্তী অর্থবর্ষে ২০ হাজারের বেশি ইভি চার্জার বিদেশের বাজারে রপ্তানি করতে পারবে বলে আশাবাদী সংস্থাটি।