দেশে শাওমি অনুরাগীদের জন্য দুঃসংবাদ, এই দুর্ধর্ষ ফোন থেকে আপনারা বঞ্চিত হতে পারেন

গত বছর সেপ্টেম্বর মাসে বিশ্ব বাজারে Xiaomi 11T এবং Xiaomi 11T Pro লঞ্চ হয়েছিল। আর গত জানুয়ারিতে এই সিরিজের Pro ভ্যারিয়েন্টটি ভারতে আসে। এরপর অক্টোবরে গ্লোবাল মার্কেটে Xiaomi 12T এবং 12T Pro আত্মপ্রকাশ করেছে। ভারতে Xiaomi 12T সিরিজ লঞ্চ হবে কিনা, এখনও পর্যন্ত সে সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। যদিও এখন যা খবর এসেছে, তাতে ভারতের শাওমি অনুরাগীদের হতাশ করতে পারে।

Xiaomi 12T সিরিজের ভারতে আসার সম্ভাবনা ক্ষীণ

সম্প্রতি সুপরিচিত টিপস্টার ক্যাসপার স্ক্রেজিপেক-কে জিজ্ঞাসা করা হয় শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো ভারতে লঞ্চ হবে কিনা, তিনি তখন ১২টি প্রো-এর ভারতে আসার সম্ভাবনাকে নাকচ করে দেন। ১২টি সম্পর্কে কথা বলতে গিয়ে, টিপস্টার বলেছেন যে ওটিএ-তে “প্লেটো” (১২টি-এর কোডনেম)-এর জন্য একটি ভারতীয় সংস্করণ রয়েছে, তবে দীর্ঘ সময়ের জন্য কোনও রম (ROM) ছিল না।

জানিয়ে রাখি, শাওমি ১২টি এবং ১২টি প্রো-এর স কোডনেম হল “প্লেটো” এবং “ডাইটিং”। যেহেতু, শাওমি ১২টি-এর ভারতীয় সংস্করণের জন্য কোনও রম নেই, তাই মনে হচ্ছে এটি ভারতে মুক্তি পাবে না। শাওমি ১২টি এবং ১২টি প্রো ভারতীয় বাজারে আসলে, এগুলি ৪০,০০০ টাকা দামের সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতো৷ তবে এখন মনে করা হচ্ছে, ২০২৩ সালে অন্যান্য ব্র্যান্ডের বাজেট ফ্ল্যাগশিপগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোম্পানির কোনও ভিন্ন কৌশল থাকতে পারে।

প্রসঙ্গত, গত বছর রেডমি চীনা বাজারে Redmi Note 11 Pro এবং Note 11 Pro+ লঞ্চ করেছে। উভয় ডিভাইসই মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা চালিত। ভারতীয় বাজারে Note 11 Pro মডেলগুলিকে Xiaomi 11i এবং Xiaomi 11i Hypercharge হিসেবে রিব্র্যান্ড করা হয়েছে।

এছাড়া, সূত্রের দাবি, অক্টোবরে মাসে চীনে আত্মপ্রকাশ করা Redmi Note 12 Pro+-কে ভারতীয় বাজারে Xiaomi 12i Hypercharge হিসাবে রিব্র্যান্ড করা হবে। ভারতে আগামী ৫ জানুয়ারি লঞ্চ হতে চলা Redmi Note 12 Pro+ মডেলটি তার চীনা সংস্করণের সাথে অভিন্ন বলে মনে করা হচ্ছে। তাই, Xiaomi 12i Hypercharge ভারতে পাওয়া যাবে কিনা তা স্পষ্ট নয়। এছাড়া, Xiaomi 12i সম্পর্কেও কোনও তথ্য সামনে আসেনি।