সাবধান, এই ৭টি ওয়েবসাইট চুরি করছে আপনার ক্রেডিট কার্ডের তথ্য, অ্যালার্ট জারি করলো সিকিউরিটি এজেন্সি

অনলাইন জালিয়াতির ঘটনা দ্রুত বাড়ছে ভারতে। ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে জালিয়াতির ঘটনা রোজই শোনা যায়। তবে এই অনলাইন জালিয়াতির ঘটনা এড়ানোর জন্য সরকারের তরফে সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন করা হয়েছে, যার নাম Cert-In। এই এজেন্সি সাধারণ মানুষ কে বিভিন্ন সাইবার অ্যাটাক সম্পর্কে ধারণা দেয় এবং সাবধান করে।

সম্প্রতি Cert-In ৭টি ওয়েবসাইটের নাম সামনে এনেছে, যার মাধ্যমে হ্যাকাররা ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নেয়। এই সাইটগুলি মূলত হ্যাকারদেয় দ্বারা চালিত অনলাইন শপিং সাইট। যেগুলো ASP.NET ফ্রেমওয়ার্ক এর উপর তৈরী। এই ই-কমার্স সাইটগুলি থেকে যখনই ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো প্রোডাক্ট কেনা হবে, সেই ক্ৰেডিট কার্ডের তথ্য হ্যাকারদের হাতে চলে যাবে। হ্যাকাররা ওই সমস্ত সাইটে স্কিমিং কোড লাগিয়ে রাখে। আসুন এই ৭টি ওয়েবসাইট সম্পর্কে জেনে নিই।

ASP.NET ফ্রেমওয়ার্ক এর উপর তৈরী ৭টি বিপদজনক সাইট:

joblly(.)com
idpcdn-cloud(.)com
cdn-xhr(.)com
hixrq(.)net
rackxhr(.)com
hivnd(.)net
thxrq(.)com
rackxhr(.)com

ক্রেডিট বা ডেবিট কার্ড হ্যাক হলে কি করবেন:

ব্যাঙ্ককে দ্রুত জানান :

আপনি যদি অনলাইন জালিয়াতির শিকার হন, তবে আপনার প্রথমকাজ হলো ব্যাঙ্ককে জানানো। আপনি ব্যাঙ্কের নিকটবর্তী শাখা বা ফোন করে ক্রেডিট বা ডেবিট কার্ড হ্যাকের অভিযোগ জানাতে পারেন। এবং কার্ড ব্লক করার কথা বলতে পারেন। কারণ আপনি যত দ্রুত ব্যাঙ্ককে জানাবেন তত বেশি সম্ভাবনা থাকবে আপনার টাকা ফেরত পাওয়ার।

ই-মেল করুন :

শুধু কাস্টমার কেয়ারে কল করে অভিযোগ নয়, আপনার সাথে ক্রেডিট বা ডেবিট কার্ড সম্পর্কিত ফ্রড হলে ব্যাঙ্কের হেড অফিসে ফ্রড সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে ই-মেল্ করুন। সাথে ব্যাঙ্কের স্টেটমেন্টের স্ক্রিনশট দিতেও ভুলবেন না।

অর্থ ফেরত পেতে আবেদন করুন:

যদি আপনি জালিয়াতির শিকার হন এবং অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায় তবে আপনার উচিত ক্ষতিপূরণ চেয়ে লিখিতভাবে ব্যাংকের কাছে আবেদন করা । মনে রাখবেন যে আপনি যদি ৩ দিনের মধ্যে ক্ষতিপূরণের জন্য আবেদন করেন তবেই প্রবল সম্ভাবনা থাকে উপযুক্ত তদন্ত হওয়ার।